সোমালিয়া ওয়েব নিউজঃ আজ পালিত হল ORS Day বা ওআরএস দিবস। প্রতি বছর ২৯ জুলাই দিনটি পালিত হয় ডায়রিয়া ও জল শূন্যতার প্রতিকার হিসেবে ওআরএসের গুরুত্ব প্রচারের লক্ষ্যে। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে এ বছরও দেশজুড়ে নানা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ছবিতে সরকারিভাবে জানানো হয়েছে ওআরএস প্রস্তুতের সঠিক পদ্ধতি:
- প্রথমে হাত ধুয়ে নিন।
- একটি পরিচ্ছন্ন পাত্রে ওআরএস পাউডার ঢালুন।
- ১ লিটার পরিষ্কার জলেতে গুলে নিন।
- মিশ্রণটি ভালোভাবে নাড়ুন।
- ঠান্ডা ও পরিষ্কার জায়গায় সংরক্ষণ করুন।
- ২৪ ঘণ্টার মধ্যে এই দ্রবণ শেষ করে ফেলুন।
বিশেষ নির্দেশনা:
- ২–৬ মাস বয়সী শিশুদের জন্য ১/২টি জিঙ্ক ট্যাবলেটসহ ওআরএস ১৪ দিন পর্যন্ত।
- ৬ মাসের বেশি বয়সী শিশুদের জন্য ১টি জিঙ্ক ট্যাবলেটসহ ওআরএস ১৪ দিন অব্যাহতভাবে দেওয়া প্রয়োজন।
সরকারের এই উদ্যোগের মূল বার্তা—ডায়রিয়া থেকে মৃত্যু রোধে ওআরএস একটি সহজ, সাশ্রয়ী এবং কার্যকরী সমাধান।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর