October 6, 2025

ORS দিবস পালিত হল—জলস্বাস্থ্য ও শিশুকল্যাণে বার্তা

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ পালিত হল ORS Day বা ওআরএস দিবস। প্রতি বছর ২৯ জুলাই দিনটি পালিত হয় ডায়রিয়া ও জল শূন্যতার প্রতিকার হিসেবে ওআরএসের গুরুত্ব প্রচারের লক্ষ্যে। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে এ বছরও দেশজুড়ে নানা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ছবিতে সরকারিভাবে জানানো হয়েছে ওআরএস প্রস্তুতের সঠিক পদ্ধতি:

  1. প্রথমে হাত ধুয়ে নিন।
  2. একটি পরিচ্ছন্ন পাত্রে ওআরএস পাউডার ঢালুন।
  3. ১ লিটার পরিষ্কার জলেতে গুলে নিন।
  4. মিশ্রণটি ভালোভাবে নাড়ুন।
  5. ঠান্ডা ও পরিষ্কার জায়গায় সংরক্ষণ করুন।
  6. ২৪ ঘণ্টার মধ্যে এই দ্রবণ শেষ করে ফেলুন।

বিশেষ নির্দেশনা:

  • ২–৬ মাস বয়সী শিশুদের জন্য ১/২টি জিঙ্ক ট্যাবলেটসহ ওআরএস ১৪ দিন পর্যন্ত।
  • ৬ মাসের বেশি বয়সী শিশুদের জন্য ১টি জিঙ্ক ট্যাবলেটসহ ওআরএস ১৪ দিন অব্যাহতভাবে দেওয়া প্রয়োজন।

সরকারের এই উদ্যোগের মূল বার্তা—ডায়রিয়া থেকে মৃত্যু রোধে ওআরএস একটি সহজ, সাশ্রয়ী এবং কার্যকরী সমাধান।

Loading