সোমালিয়া ওয়েব নিউজঃ কেরালার উপকূলবর্তী অঞ্চলে আজ মধ্যরাত থেকে ট্রলারে করে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মৎস্যজীবীরা সমুদ্রে নামতে প্রস্তুত। কোল্লাম, কোচি, কোঝিকোড়সহ রাজ্যের বিভিন্ন প্রধান মৎস্যবন্দর এলাকায় তীব্র উত্তেজনা ও ব্যস্ততা লক্ষ করা গেছে।
প্রতি বছর বর্ষার মরশুমে, ৫২ দিনের জন্য ট্রলার-নির্ভর মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয় কেরালায়। এর পেছনে মূল উদ্দেশ্য হলো সামুদ্রিক মাছের প্রজনন মরশুমে সমুদ্রজীবনের সুরক্ষা ও মৎস্যসম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা।
আজ মধ্যরাতেই সরকারিভাবে সামুদ্রিক সেতুগুলি খুলে দেওয়া হয়েছে মৎস্যজীবীদের জন্য। কেরালার মৎস্য বিভাগ জানিয়েছে, মাছ ধরার প্রস্তুতি হিসেবে সমস্ত ট্রলার ও জাল ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনাও জারি করা হয়েছে।
কোল্লাম, কোচি, কোঝিকোড় সহ অন্যান্য উপকূলীয় বন্দরে হাজার হাজার মৎস্যজীবী এখন সমুদ্রে পাড়ি দেওয়ার অপেক্ষায়। অনেকে জানান, “এই দিনটির জন্য আমরা ৫২ দিন অপেক্ষা করেছি। এবার আমাদের পরিবারের মুখে হাসি ফোটানোর সময়।”
উল্লেখযোগ্যভাবে, রাজ্য সরকার ট্রলার নিষেধাজ্ঞা চলাকালীন মৎস্যজীবীদের জন্য আর্থিক সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করেছিল।
আজকের রাত থেকেই কেরালার সমুদ্রপাড়ে ফিরে আসছে কর্মচাঞ্চল্য। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি জীবন-জীবিকার ভারসাম্য রক্ষার এই পদক্ষেপ মৎস্যজীবী সমাজের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর