October 5, 2025

পারমাণবিক হুমকি নিয়ে পাকিস্তানি সেনাপ্রধানের মন্তব্যে ভারতের তীব্র নিন্দা

সোমালিয়া ওয়েব নিউজ; সম্ভাব্য পারমাণবিক হুমকি সম্পর্কিত পাকিস্তানি সেনাপ্রধান আসীম মুনিরের মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ভারত আগেই স্পষ্ট করেছে যে কোনও পারমাণবিক হুমকির কাছে তারা নতি স্বীকার করবে না।

তিনি আরও জানান, জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ গ্রহণে নতুন দিল্লি অটল রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ভারতের পক্ষ থেকে এ ধরনের উস্কানিমূলক মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করা হয়েছে।

Loading