সোমালিয়া ওয়েব নিউজঃআজ, ৮ই অক্টোবর ২০২৫—অযোধ্যার ঐতিহাসিক বৃহস্পতি কুণ্ডে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী শ্রী পুরন্দরদাস, শ্রী অরুণাচল কবিরায়ার ও শ্রী ত্যাগরাজা–এই তিন মহান সঙ্গীতাচার্যের মূর্তি উন্মোচন করেন। বিকেল ৪টায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতি কুণ্ডে, যা অযোধ্যার অন্যতম প্রাচীন তীর্থস্থান হিসেবে পরিচিত।
পরবর্তীতে নির্মলা সীতারমন শ্রী রাম জন্মভূমি মন্দিরে গিয়ে পূজা অর্চনায় অংশ নেন। তিনি বলেন, “অযোধ্যা শুধু ভক্তির স্থান নয়, এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক।”
এই উপলক্ষে শহরে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে অযোধ্যা। সন্ধ্যায় রাম মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তিমূলক সংগীত পরিবেশনা।

![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে