সদ্যসমাপ্ত ন্যাশনাল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় তিনটে স্বর্ণপদক জয়ী বুল্টি রায়ের পাশে দাঁড়ালো তারকেশ্বর ডিগ্রি কলেজ। মঙ্গলবার কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষিক ও শিক্ষিকারা মিলে বুল্টি রায়ের এই অভাবনীয় সাফল্য অর্জনের জন্য তাঁকে দিলেন সংবর্ধনা। পাশাপাশি এদিন তাঁর হাতে তুলে দিলেন দশ হাজার টাকা ও সুষম খাবারের প্যাকেট। কলেজের পক্ষ থেকে এই সম্বর্ধনা পেয়ে খুব খুশি সোনার মেয়ে বুল্টি। উল্লেখ্য, বুল্টির বাড়ি তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায়। বাড়িতে দুই সন্তান রয়েছে। স্বামী ট্রেনে হকারি করেন। পরিবারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। তবুও সম্প্রতি তামিলনাড়ুতে জাতীয় স্তরের বয়সভিত্তিক দৌড় প্রতিযোগিতায় একাধিক মেডেল পেয়ে সকলকে চমকে দিয়েছেন। তিনি বলেন, তারকেশ্বরে বেশ কিছু সংগঠন আমাকে কিছুটা সাহায্য করেছিল তবে আজ তারকেশ্বর ডিগ্রী কলেজের পক্ষ থেকে যে সম্বর্ধনা পেয়েছি তাতে আমি ভীষণ খুশি। আমি আশা করিনি যে এখানে এত বড় সম্বর্ধনা পাব। সাথে তিনি আক্ষেপ করে বলেন, ভাবতে অবাক লাগে যে মিটে আমি প্রথম হয়েছি এবং আমার অন্য প্রতিযোগী তৃতীয় হয়েছে, হাওড়া স্টেশনে তাঁকে দেখবার মতো সংবর্ধনা দিলেন সেই এলাকার মানুষজন, কিন্তু আমি তিনটে সোনাজয়ী অথচ আমাকে সেই ভাবে কেউ চেনেই না।

একই সাথে তিনি আক্ষেপ করে বলেন, আমার ছোট থেকে ইচ্ছে আন্তর্জাতিক লেভেলে কিছু করে দেখানো। কিন্তু দারিদ্রতার কারণে বারবার পিছিয়ে পড়ছি, তাই সরকারের কাছে আবেদন যদি আমার একটা চাকরির ব্যবস্থা করা হয়। তাহলে সংসার চালিয়ে খেলাটা চালিয়ে যেতে পারব এবং নিজের রাজ্যকে তথা দেশকে আন্তর্জাতিক স্তরে সম্মান দিতে পারব এই দাবি করেন তিনি। কলেজের প্রিন্সিপাল অমলকান্ত হাটী জানান, সংবাদমাধ্যমের সৌজন্যে আমরা বুল্টির বিষয়ে জানতে পারি। তখনই আমরা সকলে ঠিক করি তাঁর জন্য কিছু করার। সেইমতো আজ আমরা তাঁর পাশে দাঁড়িয়েছি। আমরা চাই বুল্টি এশিয়া এবং অলিম্পিকে যাওয়ার যোগ্যতা অর্জন করে এবার সেখানে সাফল্য অর্জন করুক। আগামী দিনেও আমরা বুল্টির পাশে থাকবো।
More Stories
আই সি সি র স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত
তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন কলকাতা! দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন
হায়দরাবাদের বাঁহাতি ওপেনার ভেঙে দিয়েছেন, কোহলির ৮ বছরের পুরনো নজির!