সোমালিয়া সংবাদ, হুগলি: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, পিএইচই প্রকল্পের জল সরবরাহে সমস্যা থেকে শুরু করে ১০০ দিনের কাজে অনিয়ম ও কৃষান ক্রেডিট কার্ডে পক্ষপাতিত্ব এবং আখনা পঞ্চায়েতে বহুদিন যাবৎ তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কারনে এলাকার মানুষ সঠিক পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ তুলে বিডিও অফিসে ডেপুটেশন বিজেপির। এদিন হুগলি জেলার পোলবার বিজেপি নেতৃত্ব একগুচ্ছ দাবী ও অভিযোগের সমাধানের জন্য বিডিওকে ডেপুটেশন দেয় বিজেপি। এদিন দুপুর ১২টায় পোলবার আলিনগর মোড় থেকে এক বড়সড় মিছিল নিয়ে পোলবা বিডিও অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করে বিজেপির পোলবা নেতৃত্ব। এই কর্মসূচীতে উপস্তিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার এবং পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ ও সাধারন সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য নেতৃত্ব। এই বিষয়ে চুঁচুড়া বিজেপির সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি গৌতম চ্যাটার্জী জানান, দীর্ঘদিন ধরেই হুগলির আখনা পঞ্চায়েতের দুর্নীতি চলছে।এলাকার মানুষ পরিষেবা পাচ্ছে না। তাই পোলবা বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়। প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলন করব। অপরদিকে বিজেপি রাজ্য সম্পাদক তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, আমরা একগুচ্ছ দাবি তুলে ডেপুটেশন দিয়েছি। যদি সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে। ওই পঞ্চায়েতের উপপ্রধানকে বলব, আইন ও নিয়ম মেনে কাজ করুন। তা না হলে আপনার কপালে দুঃখ আছে। জনগন আপনার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে।সবমিলিয়ে এদিন পোলবা বিজেপি নেতৃত্বের দাবি, কতটা কার্যকর হয় সেই দিকে তাকিয়ে এলাকার মানুষ।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য