October 5, 2025

অসমে বন্যায় ভয়াবহ পরিস্থিতি, জলবন্দি এলাকার কয়েক হাজার মানুষ

সোমালিয়া ওয়েব নিউজ: প্রতিবেশি রাজ্য অসম ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার। চারিদিকে জল আর জল। জলবন্দি এলাকার কয়েক হাজার মানুষ। জানা গিয়েছে, বন্যায় প্রভাবিত বাজালি, বাকসা, কাছাড়, চরাইদেও, দারাং, ধেমাজি, ডিব্রুগড়, ডিমা হাসাও, কামরূপ, কার্বি আলং, নওগাঁও, শোনিতপুর, মাজুলি এবং হোজাই-সহ ২০টি জেলা। এই জেলাগুলির মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা হোজাই এবং কাছাড় জেলার। হোজাইয়ে ৭৯ হাজার মানুষ বন্যার কবলে। অন্য দিকে, কাছাড়ে বন্যায় প্রভাবিত প্রায় ৫২ হাজার মানুষ। প্রায় ১৭ হাজার হেক্টর চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। মোট ৬৫২টি গ্রামের দু’লক্ষাধিক মানুষ বন্যার কবলে।
কাছাড়ে বন্যায় মৃত্যু হয়েছে দু’জনের। ডিমা হাসাওয়ে ধসে মৃত্যু হয়েছে আরও তিন জনের। ধসের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হাফলং এবং ডিমা হাসাও। গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস নিউ হাফলং স্টেশনে বন্যার কারণে আটকে পড়েছিল। ট্রেনে আটকে থাকা ১০০ যাত্রীকে বায়ুসেনার কপ্টারে উদ্ধার করে। অন্য দিকে, শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস ডিমা হাসাও এবং কাছাড় জেলার মাঝামাঝি স্থানে আটকে পড়ে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে উদ্ধার কার্য শুরু হয়েছে। কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটি বিভাগ বন্যা দুর্গত মানুষের পাশে থেকে কাজ শুরু করেছে।

Loading