সোমালিয়া সংবাদ, ঝাড়গ্রাম: অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চাঞ্চল্য এলাকায়। এদিন সকালবেলা গ্রামের লোক একটি বিশালাকৃতির জন্তুকে দেখতে পান। তা ঘিরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রামপঞ্চায়েতের শুয়াবাসা গ্রামে। এদিন সকালে অরুন আহির ও তাঁর নাতি সূর্য আহির জমিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ওই জন্তুটিকে গ্রামের উঠান দিয়ে বেরিয়ে এসে পাশের একটি পুকুরের দিকে যেতে দেখেন। চিৎকার করতেই গ্রামের লোকেরা লাঠি নিয়ে বেরিয়ে আসেন। ততক্ষনে অজানা জন্তুটি পুকুরের জল খেয়ে স্নান করে পাশের জঙ্গলে চলে যায়। তবে অরুন আহির গ্রামবাসীদের জানান, এটি পূর্ণবয়স্ক নেকড়ে। দিনেদুপুরে এরকম জন্তু বাড়ির সামনে দেখা যেতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষের দাবি, প্রায় সময়ই এই ধরনের জন্তু লোকালয়ে চলে আসে। তবে এদিনের জন্তুটি সম্পুর্ন আলাদা। কেন লোকালয়ে এসেছিল তা বোঝা যাচ্ছে না। তবে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, খাদ্যের খোঁজে লোকালয়ে চলে আসতে পারে।
![]()

More Stories
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক ব্রিগেডে, রাজ্যপালকে আমন্ত্রণ সনাতন সংস্কৃতি সংসদের
বিধানসভা নির্বাচনের আগে ইভিএম–ভিভিপ্যাটের এফএলসি শুরু রাজ্যে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
হাতুড়ে ডাক্তারি বনাম পাশ করা ডাক্তার—অরাজকতার জঞ্জালে বাংলার স্বাস্থ্যব্যবস্থা