সোমালিয়া সংবাদ, আরামবাগ: মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে যা অবিশ্বাস্য মনে হয়। হার মানিয়ে দেয় সিনেমাকেও। সোমবার সন্ধ্যায় যেমনটি ঘটলো আরামবাগের মাধবপুর অঞ্চলের আদমপুর গ্রামে। প্রায় ১৪ বছর নিখোঁজ থাকার পর হঠাৎই বাড়িতে ফিরে এলেন বাড়ির ছোট ছেলে জিতেন সিং। তাও আবার দীর্ঘ কুড়ি দিন একেবারে পায়ে হেঁটে গুজরাট থেকে আরামবাগে। হাতে ছিল না কোন টাকা-পয়সা। তাই খাওয়া দাওয়াও তেমন হয়নি। এখানে ওখানে চেয়ে মেগে যা পেয়েছেন তাই খেয়েছেন। বাবা-মা প্রতিবেশীরা এতদিন পর তাঁকে দেখে চমকে উঠেছিলেন। তারপর ছেলেকে ফিরে পাওয়ার আনন্দে তাঁরা কান্না ধরে রাখতে পারেননি। জিতেনের পরিবার একেবারেই হতদরিদ্র। জবকার্ডের কাজ আর মজুর খেটে কোনরকমে সংসার চলে। বাড়িতে বিদ্যুৎ পর্যন্ত নেই। মোবাইল ফোন তো ওনাদের কাছে বিলাসিতা। জানা গেছে, গ্রামেরই এক পরিবারের মাধ্যমে বিহারের একটি কারখানায় কাজ করতে গিয়েছিলেন। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। জিতেন জানিয়েছেন, কথামতো বেতন না দেওয়ায় কারখানা ছেড়ে চলে যান। তারপর কাজ খুঁজতে খুঁজতে পৌঁছে যান গুজরাটে। সেখানে লোহা কারখানায় কাজ করতেন। কিন্তু সেখানেও মালিক বেতন না দিয়ে তাঁকে আটকে রেখেছিলেন। সাদাসিধে জিতেন কোন কিছু মারপ্যাঁচ বুঝতে পারতেন না। তিনি শুধু কাজ করে যেতেন। এইভাবে কখন যে এতগুলো বছর কেটে গেছে বুঝতে পারেননি। তারপর সেখানেরই এক সহৃদয় ব্যক্তি তাঁর পাশে দাঁড়ান। তাঁর সাহায্যেই তিনি কারখানা থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেন। এতদিন পর বাড়িতে ফিরে আসায় ছেলে ও পরিবারের সকলেই আনন্দে মেতেছেন।

![]()

More Stories
রহস্যময় গাছ! রাতের অন্ধকারেই জ্বলে উঠবে আলো!
বেন বেন পিরামিড
সয়াবিন তেলে ‘হেক্সেন’ আতঙ্ক: পেটের অসুখের মূলেই কি রান্নার তেল?