October 5, 2025

কর্নাটকে গাধার খামার খোলায় শোরগোল এলাকায়

সোমালিয়া ওয়েব নিউজ: কর্নাটকের দক্ষিণ কন্নড় গ্রামে এক চিলতে জমিতে গাধার খামার খুলেছেন শ্রীনিবাস। আর এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।
৪২ বছর বয়সী শ্রীনিবাস কাজ করতেন একটি সফটওয়্যার কোম্পানিতে। কিন্তু হঠাৎই সেই কাজ ছেড়ে দেন তিনি। অন্যদের থেকে আলাদা কিছু করার তাগিদে পশুপালন বিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন শ্রীনিবাস। তারপর? গত ৮ জুন গাধার খামারের ‘উদ্বোধন’ করেছেন শ্রীনিবাস। তাঁর কথায়, ‘‘গাধাদের দুর্দশা দেখেই ঠিক করি ওদের নিয়ে খামার করব।’’ শ্রীনিবাসের পরিকল্পনা আছে, প্যাকেটে করে বাড়ি বাড়ি গাধার দুধ বিক্রি করবেন। গাধার দুধের পুষ্টিগুণ না কি প্রচুর। কত দাম হবে গাধার দুধের? শ্রীনিবাস জানাচ্ছেন, ৩০ মিলিলিটার দুধের প্যাকেটের দাম রাখছেন ১৫০ টাকা। শপিং মল, রেস্টুরেন্ট, সুপার মার্কেটে গাধার দুধ দেবেন শ্রীনিবাস। গাধার দুধ থেকে প্রসাধনী তৈরির পরিকল্পনাও করেছেন তিনি। ইতিমধ্যে ১৭ লক্ষ টাকার বরাত পেয়ে গিয়েছেন শ্রীনিবাস। কিন্তু সব ছেড়ে কি না গাধার ব্যবসা? শ্রীনিবাসকে এই প্রশ্ন তুলে ছিলো বন্ধু-বান্ধব এবং আত্নীয়রা। সেসব এখন অতীত।

Loading