সোমালিয়া ওয়েব নিউজ: বলিউডে স্বর্ণযুগের দিকপাল অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন ধর্মেন্দ্র। তিনি অসংখ্যা সুপারহিট ছবি উপহার দিয়েছেন দেশবাসীকে। আজও আধুনিক সমাজের কাছে ‘শোলে’ সমানভাবে জনপ্রিয় একটা ছবি। কান পাতলেই নেট দুনিয়ায় ‘শোলে’ ছবিতে ধর্মেন্দ্রের ডায়লগ শোনা যায়। বাসন্তী আর বীরুর প্রেম কাহিনী বর্তমান সমাজের যুব সমাজের মধ্যে এখনও প্রভাব দেখা যায়। পাশাপাশি আরও বহু সিনেমায় তাঁর অভিনয় ছাপ ফেলেছে। ১৯৬৬ সালে মুক্তি পেয়েছিল হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘অনুপমা’। তারই শ্যুটিং হয় পঞ্চগনিতে৷ সেই ছবির গল্প এখনও দেশবাসীর মনিকোটায় রয়েছে। তবে সেই সময় সিনেমা জগতে কাজ করার একটা ধারাবাহিকতা ছিল এবং নিষ্ঠার সাথে কাজ করতেন কলাকুশলিরা।
প্রসঙ্গত উল্লেখ্য,
পরিচালকের নির্দেশ ছিল, ভোর ৫টায় যেন সকলেই ফ্লোরে চলে আসেন। সে আদেশ অমান্য করবে, এমন বুকের পাটা ছিল না কারওরই। অনেকেই বলেন, সে সময়ে বলিউডে কাজের ধারা বা মানসিকতাও ছিল আলাদা। একটি পরিবারের মতো কাজ করত গোটা ইউনিট। একই নিয়ম-শৃঙ্খলা বরাদ্দ থাকত নায়ক-নায়িকা, কলাকুশলী-সহ সকলের জন্যই। তাই হয়তো বলিউড একের পর এক দিকপাল অভিনেতা উপহার দিয়েছে। তার মধ্যে অন্যতম হলেন ধর্মেন্দ্র প্রধান সবমিলিয়ে বয়স হলেও ধর্মেন্দ্রের সিনেমা আজও দেশবাসীর কাছে জনপ্রিয় হয়ে আছে।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল