October 6, 2025

তিনবছরের জন্য নিষেধাজ্ঞা জারি হল ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌরের উপর

সোমালিয়া ওয়েব নিউজ: ভারতীয় অ্যাথলিট জগতে বড় ধাক্কা। তিনবছরের জন্য নিষেধাজ্ঞা জারি হল ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌরের উপর। বিশ্ব অ্যাথলেটিক্সের ‘অ্যাথলিট ইন্টিগ্রিটি ইউনিট’ ভারতের অলিম্পিয়ান ডিসকাস থ্রোয়ারকে তিন বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। একটি টুইট মারফত এই খবর জানিয়েছে এআইইউ । টুইটে লেখা, পাঞ্জাবের বাসিন্দা ২৬ বছরের অ্যাথলিটকে নিষিদ্ধ করা হয়েছে কারণ তাঁর নমুনায় নিষিদ্ধ দ্রব্য স্ট্যানোজোলোল পাওয়া গিয়েছে। ৭ মার্চ পাটিয়ালায় থেকে কমলপ্রীতের নমুনা নেওয়া হয়েছিল। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই পরীক্ষায় ভারতের ওই মহিলা অ্যাথলিটের শরীরে স্ট্যানোজোলোলের উপস্থিতি পাওয়া গিয়েছে।
নিষেধাজ্ঞার সময় ধরা হবে ২৯ মার্চ থেকে। অর্থাৎ আগামী তিনবছর পর্যন্ত কোনও ইভেন্টে অংশ নিতে পারবেন না কমলপ্রীত। এমনকী ৭ মার্চের পর যদি কোনও ইভেন্টে অংশ নিয়ে থাকেন তা গৃহীত হবে না। অর্থাৎ, প্যারিস অলিম্পিকে কমলপ্রীতের অংশ নেওয়া এখন বিশ বাঁও জলে। ২৯ মার্চ অস্থায়ীভাবে কৌরকে ব্যান করেছিল এআইইউ। জানা গিয়েছে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে একটি প্রোটিন সাপ্লিমেন্টের দুই স্কুপ সেবন করেছিলেন। যার মধ্যে নিষিদ্ধ দ্রব্য স্টেনোজোলোলের অংশ ছিল।এই ঘটনায় হতবাক ক্রিড়াজগৎ।

Loading