সোমালিয়া সংবাদ, হুগলি: মা দুর্গার হাতে তৃণমূলের দলীয় পতাকা দিয়ে মন্ডপে আনার প্রতিবাদে পথে নেমে আন্দোলন করলো বিশ্ব হিন্দু পরিষদ। বুধবার মা দুর্গাকে অপমানের প্রতিবাদে হুগলি জেলার গুড়াপে মিছিল করে বিশ্ব হিন্দু পরিষদ। এদিনের প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, চুঁচুড়া বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদারসহ বিশ্ব হিন্দু পরিষদের বিশিষ্ট জনেরা। এদিন দুপুর ৩ টে থেকে জমায়েত শুরু হয়। গুড়াপের তেলাকোনা দুর্গা মন্দির থেকে সকল সাধুসন্ত হিন্দু মনোভাবিত মানুষদের নিয়ে প্রতিবাদ মিছিল শুরু হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে সামনের সারিতে দেখা যায়। মিছিলটি গুরাপের হাসমপুর মোড় পর্যন্ত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চমীর দিন গুড়াপের একটি পুজো কমিটির সদস্য মা দুর্গার হাতে তৃণমূলের দলীয় পতাকা হাতে দিয়ে মন্ডপে ঠাকুর আনার ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় ওই তৃণমূল কর্মী তথা গুড়াপ পঞ্চায়েতের সদস্য লক্ষ্মন মন্ডল বলছেন, দিদির উন্নয়নের জন্য মা দুর্গার হাতে তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়েছি। দিদি যেন পাশে থাকে, দিদি যেন উন্নয়ন করে। এই ঘটনার প্রতিবাদেই মিছিল হয় গুড়াপে। প্রতিবাদ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, রাজ্যে সংকীর্ণ রাজনীতি করা হচ্ছে। রাজ্যে আইন শৃঙ্খলা প্রসঙ্গে বলেন, একবালপুর মোমিনপুরে পেট্রোল বোমা মারা হয়েছে। হাইকোর্ট ঠিকই বলেছেন। কেন্দ্রীয় সরকার যদি মনে করে তাহলে এনআইএ তদন্ত দিতে পারে। কলকাতা পুলিশ স্বীকার করেছে, ওখানে বিস্ফোরণ হয়েছে। দশটা না ফাটা শক্তিশালি বোম উদ্ধার হয়েছে, আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা দেখেছি ইকবালপুর থানা দখল করেছে জেহাদিরা। স্বাভাবিক ভাবেই বিচার ব্যবস্থা ও আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া উচিত।সবমিলিয়ে এদিন সকাল থেকেই গুড়াপ জুড়ে ছিল টান টান উত্তেজনা।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি