October 6, 2025

মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব

সোমালিয়া ওয়েব নিউজঃমিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন সিপিআই(এম) নেতৃত্ব। আজ দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

দলের নেতৃত্বে ছিলেন জীবেশ সরকার, ময়ূখ বিশ্বাস, গৌতম ঘোষ সহ জেলা কমিটির অন্যান্য নেতারা। তাঁরা ক্ষতিগ্রস্ত গ্রামের প্রতিটি ঘরে গিয়ে দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের অভিযোগ, দুর্দশা ও প্রয়োজনের কথা মনোযোগ দিয়ে শোনেন।

নেতৃত্ব স্থানীয় হাসপাতালও পরিদর্শন করে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসা ব্যবস্থার ত্রুটি সম্পর্কেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পরে তাঁরা একাধিক ত্রাণ শিবিরে পৌঁছে দুর্গতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পার্টির পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

উত্তরবঙ্গের একাধিক জেলায় ভয়াবহ বন্যা ও জলোচ্ছ্বাসে বিপর্যস্ত জনজীবন। বহু জায়গায় নদী উপচে পড়েছে, ভেঙে পড়েছে রাস্তা ও সেতু, ডুবে গেছে ফসল ও ঘরবাড়ি। ইতিমধ্যেই ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এই কঠিন পরিস্থিতিতে নিঃশব্দে মানুষের পাশে দাঁড়িয়েছেন রেড ভলান্টিয়াররা। দুর্গত গ্রামেগঞ্জে তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাবার, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

এই প্রেক্ষিতে বামফ্রন্ট সভাপতি বিমান বসু এক বিবৃতিতে বলেন —“উত্তরবঙ্গজুড়ে প্রাকৃতিক দুর্যোগে জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত। ষাটের দশকের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর এমন মৃত্যু ও ধ্বংস আমরা আর দেখিনি। এই পরিস্থিতিতে নিরাশ্রয় মানুষের আশ্রয়ের ব্যবস্থা ও অভুক্ত মানুষের অন্নসংস্থানের বন্দোবস্ত করতে হবে। বামফ্রন্টের সমস্ত শরিক দলের নেতা-কর্মীদের আমি আহ্বান জানাচ্ছি— যুদ্ধকালীন তৎপরতায় দুর্গত মানুষের পাশে দাঁড়ান।”

বিমান বসু আরও বলেন, “রেড ভলান্টিয়াররা ইতিমধ্যেই বহু জায়গায় উদ্ধার ও ত্রাণ কার্য শুরু করেছেন। এই কঠিন সময়ে রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানবিকতার বার্তা ছড়ানোই সবচেয়ে জরুরি।”

উত্তরবঙ্গের এই দুর্যোগে সাহায্য পৌঁছে দিতে DYFI-এর পক্ষ থেকে একটি বিশেষ QR কোড চালু করা হয়েছে, যাতে সাধারণ মানুষও অনুদান দিতে পারেন।

অন্যদিকে, উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পড়া কর্মচারী ও তাঁদের পরিবার-পরিজনের সহায়তায় পশ্চিমবঙ্গ রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে হেল্পলাইন চালু করা হয়েছে

Loading