October 5, 2025

রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি

সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে রামকৃষ্ণ সেতু ২৪x৫ অর্থাৎ পূজা চলাকালীন পাঁচ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার আবেদন জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ।

২৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে তিনি জানিয়েছেন, দুর্গাপুজো পশ্চিমবঙ্গের বৃহত্তম সামাজিক ও ধর্মীয় উৎসব। এই সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাতে-দিনে যাতায়াত করেন। বিশেষ করে আরামবাগ সাব-ডিভিশনের মানুষের জন্য সেতুটি অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম।

চিঠিতে বিধায়ক অনুরোধ করেছেন, যাতে পূজার দিনগুলিতে রামকৃষ্ণ সেতু দিয়ে চারচাকা, বাস, ট্যাক্সি এবং অন্যান্য হালকা যানবাহনের চলাচলে অনুমতি দেওয়া হয়। তবে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রিত থাকুক, যাতে যানজট না হয় ও জননিরাপত্তা বজায় থাকে। পুলিশের তত্ত্বাবধানে যান চলাচল নিয়ন্ত্রিত হবে বলেও প্রস্তাব দিয়েছেন তিনি।

এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে রাজ্যের পূর্ত মন্ত্রী, হুগলির জেলা শাসক, আরামবাগের এসডিও, হুগলি রুরাল পুলিশ সুপার, এসডিপিও এবং আরামবাগ থানার ওসি-র কাছেও।

চিঠিতে বিধায়ক লিখেছেন, “এই পদক্ষেপ সাধারণ মানুষের বিশেষ উপকারে আসবে, যাতায়াতে দুর্ভোগ কমবে এবং উৎসব নির্বিঘ্নে উদযাপন করা সম্ভব হবে।”

এখন দেখার বিষয় , মুখ্যমন্ত্রীর দপ্তর ও প্রশাসন এই আবেদনের কী প্রব্যবস্থা নেন।

Loading