October 6, 2025

উত্তরবঙ্গে বন্যা বিপর্যয়: দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী, তৃণমূল আইটি সেলের হেল্পডেস্ক চালু

সোমালিয়া ওয়েব নিউজঃ প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং-সহ একাধিক জেলা কার্যত বিধ্বস্ত। পাহাড় থেকে সমতল— সর্বত্র জলবন্দি অবস্থা। বহু এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন।

সোমবার পরিস্থিতি পরিদর্শনে উত্তরবঙ্গে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ত্রাণ শিবির ঘুরে দেখেন তিনি, কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। মৃতদের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রবিবার থেকেই উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেমেছে স্থানীয় প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দফতর এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি।

এদিকে, প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি তৃণমূল আইটি সেল উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াতে বিশেষ কমিউনিকেশন হেল্পডেস্ক চালু করেছে। আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সমাজমাধ্যমে ওই হেল্পডেস্কের নম্বরগুলি প্রকাশ করে জানিয়েছেন— “প্রশাসন, ডাক্তার, এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য উত্তরবঙ্গের প্রতিটি জেলায় আইটি সেলের পক্ষ থেকে সহায়তা ডেস্ক খোলা হয়েছে।”

প্রতিটি জেলার জন্য নির্দিষ্ট হেল্পডেস্ক নম্বরগুলি হল—

  • দার্জিলিং (পাহাড়): ৭৫৫১৮৪২৩১৫ / ৮৯১৮৮৭৩৩১৫ / ৭৩৬৪০৩৯৬০২
  • দার্জিলিং (সমতল): ৭৯০৮৯৮৫৯১০ / ৯৬১৪১২২২৬৬ / ৮০১৬৫৭৯৫৬০
  • জলপাইগুড়ি: ৬২৯৬৬০৩৪৬৭ / ৯৯৩৩১৫৩৪৯১ / ৮১৬৭৭৩৫০৩০
  • আলিপুরদুয়ার: ৯৮০০৪৪৬৭৬৪ / ৭০৯৮২৭০৯০২ / ৯৩৮২৬৮৯১৪৭
  • কোচবিহার: ৭৬৭৯১৩৩২৭৮ / ৮০১৬৫৩৩৭৩৮ / ৬২৯৪৪৩৮৫৫৭
  • উত্তর দিনাজপুর: ৯৯৩২৮৪০১২৯

এই নম্বরগুলিতে যোগাযোগ করে দুর্গতরা প্রয়োজনীয় সহায়তা ও তথ্য পেতে পারবেন বলে জানানো হয়েছে।
প্রশাসন ও রাজনৈতিক সংগঠনগুলির পাশাপাশি স্থানীয় মানুষরাও একযোগে ত্রাণ ও উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছেন।

Loading