সোমালিয়া ওয়েব নিউজ; গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল গোঘাট এক নম্বর এরিয়া অফিসে — রাধানাথ দাশ ভবনে। দিনটি শুরু হয় পতাকা উত্তোলনের মাধ্যমে, যেখানে সংগঠনের সভানেত্রী গঙ্গা ধাড়া পতাকা উত্তোলন করেন। শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কাজ শুরু হয়। সভাপতিমণ্ডলীর পক্ষ থেকে শোক প্রস্তাব উত্থাপনের পর সম্মেলনের উদ্বোধন করেন হুগলি জেলা কমিটির সভানেত্রী অর্চনা মন্ডল। তিনি সংগঠনের ঐক্য ও নারী আন্দোলনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন সম্পাদিকা চৈতালি সিংহ রায়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ৭টি অঞ্চল থেকে ৭৭ জন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন, যাঁদের অধিকাংশই শ্রমজীবী পরিবারের মহিলা। রিপোর্টের উপর মোট ৮ জন প্রতিনিধি আলোচনা করেন। আলোচনা পর্বে প্রতিনিধি ময়না কুঁড়েল, শোভা কুন্ডু, এবং আদিবাসী লোকশিল্পী সংঘের ফুলমনি মুর্মু ও তাঁর দল সঙ্গীত পরিবেশন করে সম্মেলনের আবহ প্রাণবন্ত করে তোলেন।অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে স্বপন মন্ডল বক্তব্য রাখেন। এছাড়াও সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কৃষক সংগঠনের সুজিত রায়, ক্ষেতমজুর ইউনিয়নের তরুণ ঘোষ ও শ্রমিক সংগঠনের জাকির হোসেন। সম্মেলনের শেষ পর্বে ১৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে গঙ্গা ধাড়াকে সভানেত্রী ও ফুলমনি মুর্মুকে সম্পাদিকা নির্বাচিত করা হয়। জেলা সম্মেলনের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন গঙ্গা ধাড়া ও ফুলমনি মুর্মু। সম্মেলনের সার্বিক পরিচালনায় ছিলেন ফুলমনি মুর্মু, গঙ্গা ধাড়া ও মমতা বাগ। জেলা কমিটির সদস্যা মুক্তা রায় ও কবিতা পাল উপস্থিত থেকে প্রতিনিধি সদস্যদের উজ্জীবিত করেন। নারীশক্তির ঐক্য ও সংগ্রামের অঙ্গীকারে ভরপুর এই সম্মেলন গোঘাটের নারী আন্দোলনে এক নতুন দিশা এনে দিল।


More Stories
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি
রামকৃষ্ণ সেতুর ভাঙা অংশ: অবহেলার বোঝা বইছে আরামবাগ