October 4, 2025

কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক

সোমালিয়া ওয়েব নিউজঃ শারদোৎসবের আনন্দ শেষে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের আয়োজন কালীঘাটে। দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কালীঘাটের বাড়িতে দলীয় নেতৃত্বদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলেন। এদিন সকাল থেকেই আরামবাগ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতারা থেকে শুরু করে নবীন কর্মীরা একে একে কালীঘাটে পৌঁছন।

দলীয় সূত্রে খবর, বিজয়ার আবহে শুধু রাজনীতি নয়, ছিল আন্তরিকতা ও পারিবারিক উষ্ণতা। সভানেত্রীর সঙ্গে দেখা করে নেতা–কর্মীরা আশীর্বাদ নেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থেকে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দলীয় কর্মীদের সঙ্গে কোলাকুলি, মিষ্টি বিলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে যেন এক পারিবারিক উৎসবের রূপ নিল এই আয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজয়া মানেই ভ্রাতৃত্ব, ঐক্য আর ভালোবাসা ভাগ করে নেওয়া।”

রাজনৈতিক মহলের মতে, দুর্গাপুজোর পরবর্তী এই শুভেচ্ছা বিনিময় শুধু উৎসবের অংশ নয়, বরং আগামী রাজনৈতিক কর্মসূচি ও সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।

Loading