October 5, 2025

দীপাবলীতে দেখা মিলল রিয়ার, তারপরেই নেটপাড়ায় ঝড়

সোমালিয়া ওয়েব নিউজ: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই রিয়া চক্রবর্তীকে এখনো মেনে নিতে পারেননি সুশান্ত ভক্তরা। অভিনেতার রহস‍্য মৃত‍্যুর ঘটনায় রিয়ার দিকেই উঠেছিল অভিযোগের আঙুল। সুশান্তকে তিনি মাদক সরবরাহ করতেন বলেও জানা গিয়েছিল। এক মাস মতো জেল খেটেছিলেন প্রয়াত সুশান্তের প্রেমিকা।সেসব অবশ‍্য এখন অতীতের ঘটনা। নতুন প্রোজেক্ট এখনো কিছু না পেলেও ফের বলিউডের মূল স্রোতে ধীরে ধীরে ঢুকে পড়ছেন রিয়া। জেল থেকে ছাড়া পাওয়ার পরপর কিছুদিন মুখ লুকিয়েই ঘুরছিলেন তিনি। কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের সমর্থন পেতে শুরু করেন রিয়া। শেষবার ফারহান আখতার এবং শিবানী দান্ডেকরের বিয়েতে দেখা গিয়েছিল তাঁকে।এবার ফের বলিউডের এক পার্টিতে নজর কাড়লেন রিয়া চক্রবর্তী। দিওয়ালির আগে বলিউডের একাধিক তারকা পার্টির আয়োজন করছেন। সেখানে নামছে চাঁদের ঢল। সেলিব্রিটি ফ‍্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা এমনি এক পার্টি দিয়েছিলেন সম্প্রতি। ইন্ডাস্ট্রির একাধিক প্রথম সারির তারকার সঙ্গে অতিথিদের তালিকায় নাম ছিল রিয়ারও।জমকালো সোনালি শাড়ি আর স্লিভলেস ব্লাউজে সেজেছিলেন রিয়া। পার্টিতে ঢোকার আগে পাপারাৎজির সামনে পোজ দিয়ে তাঁদের দিওয়ালির শুভেচ্ছাও জানান তিনি।তবে এই ছবি দেখে নেটপাড়ার সুশান্ত ভক্তরা জ্বলে ওঠে। শুরু হয় কমেন্টের সাইক্লোন।

Loading