সোমালিয়া ওয়েব নিউজ: রজতজয়ন্তী পূর্ণ করল যশ চোপড়া পরিচালিত জনপ্রিয় ছবি ‘দিল তো পাগল হ্যায়’। শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও করিশ্মা কাপুর অভিনীত ছবিটি নয়ের দশকে বলিউডে হিন্দি ছবি সাড়া ফেলে দিয়েছিল দশকদের মনে।পঁচিশটি বসন্ত পেরিয়েও আজও দর্শক মনে অমলিন রাহুল, পূজা ও নিশার ত্রিকোণ প্রেমের কাহিনি। যশ চোপড়া পরিচালিত সেই ছবি ‘দিল তো পাগল হ্যায়’ রবিবার প্রেক্ষাগৃহে মুক্তির পঁচিশ বছর পূর্ণ করল। নয়ের দশকের শেষ দিকে মুক্তি পাওয়া ছবিটি সেই সময় দর্শকমহলে বিপুল সাড়া ফেলে দিয়েছিল। ছবির ঝুলিতে এসছিল তিনটি জাতীয় পুরস্কার।ছবির প্রযোজনা সংস্থা এই বিশেষ মুহূর্তকে উদ্যাপন করতে নেটমাধ্যমে একটি বিশেষ ভিডিয়ো পোস্ট করেছে। সেই ভিডিয়োতে ছবির অন্যতম জনপ্রিয় গান ‘দিল তো পাগল হ্যায়’-এর সঙ্গে কিছু বিশেষ দৃশ্যকে জায়গা দেওয়া হয়েছে। লেখা হয়েছে, “পঁচিশ বছর আগে রাহুল জিজ্ঞাসা করেছিল, ভালবাসা কী? তারপর ‘দিল তো পাগল হ্যায়’ প্রেম ও বন্ধুত্ব সম্পর্কে আমাদের প্রত্যেকর ধারণা বদলে দিয়েছিল।রবিবার নেটমাধ্যমেও এই ছবি নিয়ে সিনেপ্রেমীরা নস্টালজিয়ায় ভেসেছেন। চোখে পড়েছে নানা স্মৃতিচারণ। সবমিলিয়ে এখনও সমান জনপ্রিয় দিল তো পাগল হ্যায় সিনেমা।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল