October 5, 2025

বিরাট কোহলির হোটেলের ঘরের ভিডিয়ো প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ কোহলি ও অনুষ্কা, তোলপাড় নেট দুনিয়া

সোমালিয়া ওয়েব নিউজ: বিরাট কোহলির হোটেলের ঘরের ভিডিয়ো প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। কোহলি ঘরে না থাকার সময় তাঁর ঘরে ঢুকে ভিডিয়ো তোলার ঘটনা মেনে নিতে পারছেন না অভিনেত্রী। এ ভাবে কারও ব্যক্তিগত জীবনকে বাইরে আনা অপরাধ বলে মনে করছেন তিনি।হোটেলের ঘরে যে ভিডিয়ো তোলা হয়েছে তা নিজেই প্রকাশ করে জানিয়েছেন কোহলি। সেখানে নিজের মতামত জানিয়েছেন অনুষ্কা। তিনি লিখেছেন, ‘‘অতীতে আমিও এ রকম কিছু ঘটনার মুখোমুখি হয়েছি। কিন্তু এর থেকে খারাপ কিছু হতে পারে না। কোহলিকে অপমান করা হয়েছে। ওর ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করা হয়েছে। অনেকে ভাবেন, খ্যাতনামীদের তো এগুলো সহ্য করতেই হবে। কিন্তু সবার একটু সংযম দেখানো উচিত। যদি এটা আপনার শোয়ার ঘরে হত তা হলে কী হত?কোহলির সঙ্গে যা হয়েছে তাতে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনি লিখেছেন,এটা খুব বিরক্তিকর ঘটনা। মেনে নেওয়া যায় না। তা ছাড়া বরুণ ধাওয়ান, অর্জুন কপূর, পরিনীতি চোপড়ার মতো অভিনেতা-অভিনেত্রীরা এই ঘটনার নিন্দা করেছেন।সবমিলিয়ে নিন্দার ঝড় ক্রিকেট মহলে।

Loading