October 5, 2025

ছট পুজোর আনন্দে মেতেছেন আরামবাগবাসী

সোমালিয়া সংবাদ, আরামবাগ: ছট পুজো এখন আর কোন বিশেষ সম্প্রদায়ের পুজোর মধ্যে সীমাবদ্ধ নেই, বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যেও স্থান করে নিয়েছে। অন্তত গত কয়েকদিন ধরে আরামবাগ মহকুমা জুড়ে তারই ছবি দেখা গেল। ছোট্ট এই মফস্বল শহরে বাঙালীদের পাশাপাশি অন্যান্য ভাষাভাষী বহু মানুষ বসবাস করেন। ছট পুজো উপলক্ষে দোকানে দোকানে বিহারি সম্প্রদায়ের মানুষজনও ভিড় করেছিলেন। ক্রেতা-বিক্রেতাদের মেলবন্ধন, প্রশাসনের আয়োজন সব মিলিয়ে ছট পুজো এখন ধীরে ধীরে সার্বজনীন হয়ে উঠছে। পুরশুড়া থানা সংলগ্ন দামোদরের ঘাট, খানাকুলে মুণ্ডেশ্বরী নদীর বিভিন্ন ঘাট, আরামবাগের জুবলি পার্ক সংলগ্ন দ্বারকেশ্বর নদের ঘাট ছাড়াও কামারপুকুরে রামকৃষ্ণ স্মৃতিবিজড়িত হালদার পুকুর সহ বিভিন্ন ছোট বড় পুকুরে রবিবার বিকেল থেকেই ভিড় জমতে শুরু করে। এদিন সূর্যাস্তের সময় এবং সোমবার ভোরে সূর্যোদয়ের সময় প্রদীপ জ্বালিয়ে পুজো অনুষ্ঠিত হয়। উপাসনা করা হয় সূর্যদেবের। অনুষ্ঠানে পরিবারের বহু মহিলা উপস্থিত ছিলেন। বিভিন্ন ঘাটে ঘাটে অসংখ্য মানুষ ভিড় করেন। গন্ডি কাটাও চলে। দেবতার কাছে উৎসর্গ করা হয় কলা, নারকেল, ঠেকুয়া ইত্যাদি। নদী ও পুকুরের পাড়ে এই পুজো দেখতে সমস্ত সম্প্রদায়ের মানুষ ভিড় করেছিলেন। আরামবাগ পুরসভা এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের পক্ষ থেকে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল। সঙ্গীতা গুপ্তা, রানী শর্মা প্রমুখ মহিলারা জানালেন, তাঁরা এই উৎসবের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন।

Loading