সোমালিয়া ওয়েব নিউজ: টানা তিন বছর পর দেশে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া। নেটিজ়েনদের মত, তিনি নাকি সঞ্জয়লীলা ভনশালির সঙ্গেই দেখা করার কথা তাঁর। সেই সূত্রেই এসেছেন তিনি। বলিউডে বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা। সঞ্জয়লীলা ভনশালির সঙ্গে তাঁর শেষ করা কাজ বাজিরাও মস্তানি ছবি। আবারও কি ফিরছে বলিউডের পর্দায় পিগি চপস! প্রশ্ন ওঠা মাত্রই বি-টাউন সূত্রে মিলল খবর। না, প্রিয়াঙ্কা এখনই ফিরছেন না বলিউডে।তিনি কারুর সঙ্গেই কোনও দেখা করার পরিকল্পনা করছেন না। তিনি কেবল পরিবারের কাছেই ফিরেছেন। সঙ্গে মেয়েকে নিয়েই এসেছেন তিনি। পরিবারের সকলের সঙ্গে সময় কাটাতে চান তিনি। মায়ের সঙ্গেও বেশ কিছুটা একান্তে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। ফলে বিটাউন ভক্তদের জন্য এখনই কোনও সুখবর নেই বলেই মিলছে খবর। যদিও এই প্রসঙ্গে একাধিকবার বিতর্কের শিকার হতে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। খোদ করিনা কাপুরই জানিয়েছিলেন যে কেউ কেউ হলিউড ঘুরে আসে কেবল নিজের দর বাড়ানোর জন্য। বলিউডে এসে আকাশ ছোঁয়া দর হেঁকে বসেন তাঁরা। যদিও প্রিয়াঙ্কার নাকি তেমন কোনও পরিকল্পনাই নেই। এখনই ফিরছেন না তিনি বলিউডে বলে জানা যায়।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল