October 6, 2025

এ কি কান্ড, বিপজ্জনকভাবে জানলার কার্নিশে দাঁড়িয়ে জানলা পরিষ্কার করছেন মহিলা

সোমালিয়া ওয়েব নিউজ: এক মহিলা বাড়ির জানলা দিয়ে বেরিয়ে গিয়ে বিপজ্জনক ভাবে জানলার কার্নিশে দাঁড়িয়ে জানলা পরিষ্কার করছেন। যেভাবে বিপজ্জনক ভাবে তিনি দাঁড়িয়ে রয়েছেন তাতে যেকোনও মুহূর্তে মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। অঘটন ঘটেনি ঠিকই। কিন্তু ওই মহিলা যা কাণ্ড ঘটিয়েছেন তা দেখে সত্যিই আঁতকে ওঠার কথা। জানলার বাইরে একটুখানি সরু জায়গায় কোনওমতে ভারসাম্য রেখে দাঁড়িয়েছেন তিনি। হাতে একটা কাপড়। তারপর জানলার ফ্রেম সমেত পুরো জানলাটাই পরিষ্কার করতে দেখা গিয়েছে ওই মহিলাকে। এই ভাইরাল ভিডিও দেখে আঁতকে ওঠার পাশাপাশি নেটিজেনদের অনেকেই ওই মহিলার দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য তাঁর প্রতি রোষ প্রকাশ করেছেন।ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই মহিলার কাণ্ডকারখানা। ক্রমশ ভিউ, লাইক, কমেন্টের সংখ্যা বাড়ছে এই ভিডিওতে। ওই মহিলা কীভাবে এমন বিপজ্জনক কাজ করলেন, তাই নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে। 

Loading