সোমালিয়া ওয়েব নিউজ: ফেভারিট হিসাবেই কাতার বিশ্বকাপে খেলতে নামবে ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটও জানেন এ বার বিশ্বকাপে ভাল ফল করার সুবর্ণ সুযোগ রয়েছে তাঁদের কাছে। ইতিমধ্য়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছেন হ্যারি কেনরা। এর মধ্যেই গুঞ্জন উঠেছে, ইংল্যান্ডের খেলা দেখতে কাতারে পৌঁছে যেতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক।ফুটবল বিশ্বকাপ দেখতে সুনকের কাতার যাত্রা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতর। প্রধানমন্ত্রীর মুখপাত্রের দাবি, বিশ্বকাপে ঋষি সুনকের যাওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে ইংল্য়ান্ড ফাইনাল খেললে প্রিন্স উইলিয়াম আসতে পারেন বলে দাবি তাঁর মুখপাত্রের।ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশ্বকাপে থাকা নিয়ে সংশয়ের মধ্যেই সেদেশের দুই তারকা এখন খবরের শিরোনামে। বলা ভাল সমালোচনার শিরোনামে।কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন প্রাক্তন ইংল্যান্ড তারকা ডেভিড বেকহ্যাম। ১০ মিলিয়নের ইউরোর বিনিময়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন তিনি।
More Stories
আই সি সি র স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত
তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন কলকাতা! দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন
হায়দরাবাদের বাঁহাতি ওপেনার ভেঙে দিয়েছেন, কোহলির ৮ বছরের পুরনো নজির!