October 6, 2025

লন্ডনে সৌরভ-ডোনার সঙ্গে দেখা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর

সোমালিয়া ওয়েব নিউজ: মেয়ের কাছে বেড়াতে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ডোনা গঙ্গোপাধ্যায়ও। লন্ডনে পড়াশোনা করেন সানা। সময় পেলেই মেয়ের কাছে যান গঙ্গোপাধ্যায় দম্পতি।লন্ডনে সৌরভ-ডোনার সঙ্গে আচমকা দেখা হয়ে গেল সোহম চক্রবর্তীর। অভিনেতা সোহমের আরেকটি পরিচয়, তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়কও। সস্ত্রীক সোহম লন্ডনে একটি সন্ধ্যা কাটালেন সৌরভ ও ডোনার সঙ্গে। রাস্তায় তুললেন গ্রুপ সেলফিও। সোহম সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘দারুণ এক সন্ধ্যার জন্য সৌরভ দাদা ও ডোনাদিকে ধন্যবাদ। দারুণ সময় কাটল’। লন্ডনের রাস্তায় চারমূর্তির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন সৌরভ। এ বছর তাঁর মেয়াদ শেষ হওয়ার পর আর রাখা হয়নি তাঁকে। বিসিসিআই থেকে সরে যেতে কার্যত বাধ্য হন সৌরভ। পরে সৌরভ জানিয়েছিলেন যে, বাংলার ক্রিকেট সংস্থায় নির্বাচন হলে তিনি সভাপতি পদে লড়বেন। যদিও শেষ পর্যন্ত সিএবি-র নির্বাচন হয়নি। সৌরভও আর সভাপতি পদের জন্য দাঁড়াননি। তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এখন সিএবি সভাপতি। সব ধরনের প্রশাসনিক দায়িত্ব থেকেই এখন মুক্ত সৌরভ। কিছু দিন আগে মোহনবাগান তাঁবুতে বসে জানিয়েছিলেন যে, তিনি লন্ডন যাবেন ছুটি কাটাতে। আপাতত সেখানেই রয়েছেন সৌরভ।সবমিলিয়ে টলিউড অভিনেতা সোহমের সঙ্গে সৌরভের সাক্ষাৎ ঘিরে শোরগোল নেটপাড়ায়।

Loading