সোমালিয়া ওয়েব নিউজ: এবার একেবারে অন্য রূপে ধরা দেবেন শ্রদ্ধা। লস্করি-ই-তইবা-র জঙ্গিদের এক সময়ে দমন করেছিলেন কাশ্মীরি মেয়ে রুকসনা কৌসর। তাঁর জীবননির্ভর ছবিতে মুখ্য চরিত্রে শ্রদ্ধা। সূত্রের খবর, এই ছবির জন্য নির্মাতারা কোনও এক ২০ বছর বয়সি নায়িকার খোঁজে ছিলেন, কিন্তু শেষে তাঁদের মনে হয় শ্রদ্ধাই নাকি রুকসনার চরিত্রের জন্য উপযুক্ত। এর আগে নানা স্বাদের চরিত্রে অভিনয় করলেও এই চরিত্র যে একদম অন্য রকম হবে শ্রদ্ধার কেরিয়ারে, তা বোঝাই যাচ্ছে। রুকসনা কৌসর রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তাঁর সাহসের জন্য। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বাসিন্দা রুকসনা। ২০০৯ সালের সেপ্টম্বর মাসে রুকসনার বাড়ির সামনেটা ঘিরে ফেলেন একদল জঙ্গি। এলআইটি জঙ্গি আবু ওসামা ছিলেন সেই দলে। অকুতোভয় রুকসনা ভাইকে সঙ্গে নিয়ে আবু ওসামার হাত থেকে ছিনিয়ে নেন একে৪৭। রীতিমতো দুই পক্ষের গুলির লড়াই হয়। রুকসনার কাছে পরাস্ত হতে হয় আবু ওসামাকে।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল