সোমালিয়া ওয়েব নিউজ: হিমাচল প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই হয় কংগ্রেস ও বিজেপির মধ্যে।তবে নির্বাচনী ফলাফল ঘোষণার সময় কখনও কংগ্রেস এগিয়ে যায়, তো কখনও বিজেপি। এই পরিস্থিতিতে বিধায়ক কেনাবেচার সম্ভাবনায় আতঙ্কিত হিমাচলপ্রদেশের কংগ্রেস নেতৃত্ব। বিজেপিকে কাত করতে বিধায়কদের সোজা চন্ডিগড় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস। ‘অপারেশন লোটাস’ রুখতে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও প্রবীণ নেতা ভুপিন্দর সিং হুডাকে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে।একটি বাসে কংগ্রেসের সব বিধায়ককে চন্ডিগড় তুলে নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা গোটা বিষয়টি নিজের দায়িত্বে তদারক করছেন। তিনি আজই শিমলা পৌঁছে যাবেন বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে।হিমাচলপ্রদেশের নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে। ৬৮টি আসনে মোট ৪১২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। হিমাচলপ্রদেশের ট্রেন্ড হল, প্রতি ৫ বছর অন্তর সরকার বদলে যায়। সে ক্ষেত্রে এবার কংগ্রেস জয় পাবে বলে আশাবাদী। কংগ্রেসের দাবি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পেনশন স্কিম ও অন্যান্য বিষয়ের উপর হিমাচল প্রদেশের মানুষ ভোট দিয়েছে। ২০২৩ সালে রাজস্থান ও ছত্তীসগড়ে ভোট হবে। কংগ্রেসের অন্দরে আশা, হিমাচলপ্রদেশে সরকার গড়ে ঘুরে দাঁড়াবে কংগ্রেস। তাতে ২০২৩ সালে রাজস্থান ও ছত্তীসগড়ের ভোটে বাড়তি অক্সিজেন পাবে কংগ্রেস।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর