সোমালিয়া ওয়েব নিউজ: ২০২২ বিদায় নেবে আর মাত্র কিছুদিন পর। ২০২৩ শুরু হওয়ার আগের মুহূর্তে সম্প্রতি প্রকাশিত হল এই বছরের বিশ্বসেরা ব্যক্তিত্বদের তালিকা। ২০২২ এর বিদায় বেলায় প্রকাশিত হল গুগলের ইয়ার ইন সার্চের (Google Year In Search) তালিকা। অর্থাৎ গোটা বছরে গুগলে সবথেকে বেশিবার খোঁজা হয়েছে যাকে, সেই তালিকাটি প্রকাশিত হয়েছে। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ হামেশাই গুগলে যে কোনও বিষয় কিংবা ব্যক্তিকে খুঁজে থাকেন। তার উপর ভিত্তি করেই প্রকাশিত হয়েছে এই তালিকাটি।গুগলের প্রকাশিত এই তালিকার মধ্য সেরা দশের তালিকা চমকে দিচ্ছে ভারতবর্ষকে। কারণ গোটা ভারত থেকে কেবল একজনই জায়গা করে নিয়েছেন সেরা দশের তালিকায়। শুধু ভারত নয়, এই তালিকা দেখে গর্বিত বাংলাও। কারণ গুগলের মোস্ট সার্চড এই তালিকায় একমাত্র যে ভারতীয় ঠাঁই পেয়েছেন তিনি একজন বাঙালি। আর কেউ নন, তিনি হলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। বিশ্বসুন্দরী সুস্মিতা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি এখনও ভারতের পাশাপাশি গোটা বিশ্বের মানুষের কাছে তুমুল জনপ্রিয় রয়েছেন।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল