October 6, 2025

অভিনয়ের পর এবার গান গেয়ে মঞ্চ মাতালেন রচনা ব্যানার্জি

সোমালিয়া ওয়েব নিউজ: বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি । প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা জুটি আজও বিরাট হিট মুভি থিয়েটারে। রচনা ব্যানার্জীর কেরিয়ার অবশ্য শুধু বাংলা ইন্ডাস্ট্রিতেই থেমে নেই। অভিনয় জীবন শুরু করেন ওড়িয়া ইন্ডাস্ট্রি থেকে।
পরবর্তী সময়ে তেলেগু ছবিতেও দেখা গিয়েছে তাকে। বাংলা ইন্ডাস্ট্রি তার জীবনে এক বড় মাইলফলক তৈরি করে। এরপর জি বাংলাতে এখন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা করেন তিনি। ভক্তদের ডাকে বিভিন্ন মঞ্চেও আসেন তিনি। আর সেরকমই এক মঞ্চ থেকে তার গাওয়া গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। রচনা ব্যানার্জির অভিনয় দক্ষতা এতদিন দেখেছে মানুষ। এবার তার সুরেলা গলার কামাল দেখে তারিফ না করে পারলেন না। মঞ্চে দাঁড়িয়ে একখানা নয়, বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি। শুরু করেন ‘সাজনা পে দিল আগায়া’ দিয়ে। এরপর একের পর এক গান গেয়ে মঞ্চ মাতিয়ে তোলেন তিনি।মঞ্চের সবাই অবশ্য তার ‘সবুজ সাথী’ সিনেমার টাইটেল ট্র্যাক, ‘সবুজ সাথী’ গাওয়ার অনুরোধ করেন। এরপর সেই গানও গেয়ে শোনান তিনি। তাছাড়া ‘পিয়া তু আবতো আজা’ তে, তার সুর মঞ্চ মাতিয়ে তোলে।

Loading