October 6, 2025

পর্যটকদের তিন কিমি দৌড় করাল গণ্ডার, অবাক করা কান্ড অসমের কাজিরাঙায়

সোমালিয়া ওয়েব নিউজ: উন্মত্ত গণ্ডার পর্যটকদের জিপ তাড়া করল। আর পর্যটকরা কোনওরকমে প্রাণ বাঁচালেন। এক-দু পা নয়, টানা ৩ কিমি রাস্তা ধরে পর্যটকদের জিপ তাড়া করল সেই গণ্ডার। গাড়ি থেকেই এক পর্যটক সেই কাণ্ড ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিও ক্লিপ এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের ঘটনা। সেখানে শৃঙ্গ গণ্ডারদের দেখতে বছরের বিভিন্ন সময় পর্যটকদের ভিড় লেগে থাকে। ফলে পশুদের সাবলিল চলাফেরা বিঘ্নিত হয়। এর আগেও একাধিকবার পর্যটকদের জিপ তাড়া করেছে গণ্ডার। তবে তিন কিমি পর্যন্ত পর্যটকদের জিপ তাড়া করার এমন ঘটনা এর আগে ঘটেনি। আর ঘটলেও সেটা লেন্সে বন্দি হয়নি।অনেকেই মনে করছেন, পর্যটকদের কেউ হয়তো গণ্ডারটিকে উত্ত্যক্ত করেছিল। ফলে রেগে গিয়ে সেণ গণ্ডার পর্যটকদের গাড়িটিকে তাড়া করে। পর্যটকদের গাড়িগুলি একেবারে এলাকাছাড়া করে গণ্ডারটি জঙ্গলে ঢুকে পড়ে। আর গণ্ডারের তাড়া খেয়ে পর্যটকদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। কাজিরাঙা জাতীয় উদ্যানে এখন ২ হাজার ৬১৮টি গণ্ডার রয়েছে। এই সংখ্যা ক্রমবর্ধমান। ২০১৮ সালে সেখানে ৪০০টি গণ্ডারের মৃত্যু হয়েছিল। ফলে বনবিভাগের কর্মীরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে গণ্ডারের সংখ্যা গত ২ বছরের অনেকটাই বেড়েছে।

Loading