সোমালিয়া ওয়েব নিউজ: বেনজির বললেও হয়তো কম হবে। শ্বশুরের সঙ্গে মদ্যপানে বসে দেদার গল্প করছিল জামাই। মদের নেশায় বুঁদ হয়ে কার্যত বেঁহুশ হয়ে যান শ্বশুর। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখেন, তাঁর স্ত্রী বাড়িতে নেই। এমনকী খোঁজ মিলছে না জামাইয়েরও। পরে তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী অর্থাৎ শাশুড়ির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জামাইয়ের। রবিবার রাতে সুযোগ পেয়ে পালিয়ে গিয়েছে শাশুড়ি জামাই।জানা গিয়েছে, শাশুড়ির বয়স ৪০ বছর। জামাইয়ের বয়স ২৭ বছর। ইতিমধ্যে পলাতক জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, মদ খাইয়ে প্রথমে তাঁকে বেঁহুশ করে দেওয়া হয়। তারপরে শাশুড়িকে ফুঁসলিয়ে জামাই চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিরোহি জেলার আনাদারা এলাকায়।শ্বশুর রমেশ আনাদারা থানায় তাঁর জামাই নারায়ণ যোগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। নিজের অভিযোগে রমেশ জানান, মেয়ে কৃষ্ণার বিয়ে হয়েছিল মামাওয়ালির বাসিন্দা নারায়ণ যোগীর সঙ্গে। বিয়ের পর তাঁর মেয়ে ও জামাই বাড়িতে মাঝেমধ্যে আসা যাওয়া করতেন। গত ৩০ ডিসেম্বর জামাই শ্বশুর বাড়িতে আসে। তারপরেই রাতে ওই কাণ্ড ঘটে। ভোর ৪টের সময়ে ঘুম থেকে উঠে গোটা বিষয়টি বুঝতে পারেন রমেশ।বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন