সোমালিয়া ওয়েব নিউজ: ঘটনার পরে কেটে গিয়েছে প্রায় এক মাস। এতদিনে কুকীর্তির কিছুটা হলেও সাজা হল বিমান যাত্রীর। গত ২৬ নভেম্বরের ঘটনা। নিউ ইয়র্ক থেকে বিমানে দিল্লি ফিরছিলেন জনৈক মহিলা। তা-ও বিজনেস ক্লাসের টিকিটে। রাতের খাবার সার্ভ করে দেওয়ার পরে বিমানের আলোও নিভিয়ে দেওয়া হয়েছিল। এরপরেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা।হঠাৎই, এক ব্যক্তি তাঁর আসন থেকে উঠে এসে ওই বৃদ্ধার কাছে দাঁড়ান এবং তাঁর গায়ের উপরেই মূত্রত্যাগ করতে শুরু করেন। গোটা ঘটনায় হতভম্ভ হয়ে যান ওই মহিলা যাত্রী। অন্যের মূত্রে তাঁর জামা-ব্যাগ ভিজে যায়। তাঁর অভিযোগ, বিমানের মধ্যেই মত্ত অবস্থায় ছিলেন ওই যাত্রী। মূত্রত্যাগের পরে তাঁর নিজের সিট-এ ফিরে যাওয়ার মতোও জ্ঞান ছিল না তাঁর।গোটা ঘটনার বিবরণ জানিয়ে সংশ্লিষ্ট বিমান পরিষেবা কর্তৃপক্ষের গ্রুপ চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন ওই মহিলা যাত্রী। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ওইদিন রাতেই ঘটানর পরে তিনি বিষয়টি বিমানকর্মীদের জানিয়েছিলেন। কিন্তু, তাঁরা তাঁর পরনের কাপড়ের বদলে একটি পোশাত সরবরাহ করেই দায় সেরেছিলেন। এমনকি, বাকি সময়টাও তাঁকে ওই নোংরা সিট-এ বসেই ফিরতে হয়। অতিরিক্ত আসন না থাকার অজুহাত দেখিয়ে মহিলার আসনও বদলে দেননি তাঁরা। এমনকি, বিমানটি দিল্লি পৌঁছনোর পরেও কোনও শাস্তির মুখে না পরেই ওই অভব্য যাত্রী পার পেয়ে যায়।ওই প্রবীণ যাত্রীর ভয়াবহ অভিজ্ঞতার কথা চিঠিতে জানতে পেরেই ওই অভব্য যাত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে সংশ্লিষ্ট বিমান পরিষেবা সংস্থা। তাঁকে নো-ফ্লাই এর তালিকাভুক্তও করা হয়েছে। ঘটনা তদন্তে তৈরি হয়েছে অন্তর্বর্তী কমিটি।
![]()

More Stories
সরাস আজীবিকা খাদ্য উৎসব ২০২৫-এর উদ্বোধন আজ, মিলবে ২৫ রাজ্যের স্বাদ
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়