October 6, 2025

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবি নিয়ে নেটপাড়ায় উন্মাদনা তুঙ্গে

সোমালিয়া ওয়েব নিউজ: দীর্ঘ পাঁচ বছর পর পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। সেই ছবি বক্স অফিসে একেবারেই সাফল্য পায়নি। কার্যত মুখ থুবড়ে পড়ে। মাঝে দীর্ঘ বিরতি নেন কিং খান। স্বাভাবিকভাবেই এতদিন পর শাহরুখ খানের ছবি মুক্তির অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরা। আর অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। আর মাত্র ১০ দিন পর মুক্তি পাবে ‘পাঠান’ (Pathaan)। ছবিটিকে ঘিরে তাঁদের উত্তেজনা তুঙ্গে। সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে এই ছবির। তাছাড়াও দর্শকদের উত্তেজনা নজর করে বিশেষজ্ঞদের দাবি, শাহরুখ খানের কামব্যাক ছবি অন্যতম হিট ছবি হতে চলেছে।সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট এবং বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘পাঠান’ মুক্তি পাওয়ার পর তা শাহরুখ খানের অন্যতম হিট ছবি হতে চলেছে। আন্তর্জাতিক বাজারে এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।  শুধু আমাদের দেশেই নয়, বিশ্ব জুড়ে মুক্তি পাবে এই ছবি। আর সাম্প্রতিক পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, আমেরিকা, আরব আমীরশাহি, অস্ট্রেলিয়ার মতো জায়গায় ইতিমধ্যেই ব্যাপক মাত্রায় টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। সেই তথ্য অনুযায়ী, দেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশগুলিতেও প্রচুর পরিমাণে ব্যবসা করবে এই ছবি।

Loading