October 6, 2025

২০২৩ – ২৪ ঐতিহাসিক বাজেট বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সোমালিয়া ওয়েব নিউজ: কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪- পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরপরই এই বাজেটের উচ্ছ্বসিত প্রশংসা করতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বুধবার সংসদের অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরামণের বাজেট পেশের পরই ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী জানান, ‘ঐতিহাসিক বাজেট। এই বাজেট অমৃতকালের প্রথম বাজেট। বিকশিত ভারতের স্বপ্নপূরণের লক্ষ্যে এই বাজেট বীজ বপন করল। গরিব, কৃষক, মধ্যবিত্ত সহ দেশের সমস্ত নাগরিকের স্বপ্নপূরণ করবে এই বাজেট। এই জনমোহিনী বাজেটের জন্য নির্মলা সীতারমণ এবং তাঁর গোটা টিমকে অসংখ্য অভিনন্দন। উচ্চাঙ্খাক্ষী ভারতের স্বপ্নপূরণ করবে এই বাজেট।’ এরই রেশ ধরে প্রধানমন্ত্রী এও জানান, ‘কোটি কোটি বিশ্বকর্মা রয়েছেন এ দেশে। তাঁরাই দেশ গড়ার কারিগর। তাঁরাই দেশ নির্মাণ করেছেন। তাঁদের পরিশ্রমেই দেশ গড়ে ওঠে। এই বাজেটে সেই সকল বিশ্বকর্মাকে সর্বতোভাবে সাহায্য করা হয়েছে। সরকার সর্বদা তাঁদের পাশে রয়েছে। এই বাজেট তা সুস্পষ্ট করেছে।এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী মোদি এও জানান, ‘এই বাজেট গরিবদের স্বপ্নপূরণ করবে।

Loading