October 6, 2025

দিল্লীতে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই

সোমালিয়া ওয়েব নিউজ: দিল্লিতে আবার গণধর্ষণের অভিযোগ উঠল। ৩ বছরের শিশুকন্যাকে গণধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লির ফতেপুর বেরি এলাকার ঘটনা।পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিল শিশুটি। এর পরই শিশুর খোঁজ শুরু করেন তাঁর বাবা-মা। এক প্রতিবেশী তাঁদের জানান যে, এলাকা সংলগ্ন একটি জঙ্গলের দিকে শিশুটিকে যেতে দেখেছেন তিনি। ওই প্রতিবেশী এ-ও জানান যে, শিশুটির সঙ্গে ২ যুবক ছিলেন।সেই মতো জঙ্গলে শিশুটির খোঁজ শুরু করেন তাঁর বাবা-মা। সেখানেই শিশুর কান্নার আওয়াজ শুনে তাকে খুঁজে পান তাঁরা। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এর পর শিশুটিকে নিয়ে থানায় যান তাঁর বাবা, মা। পরে সেখান থেকে শিশুটিকে এমসে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।ওই ঘটনার তদন্তে নেমে রামনিবাস পানিকা নামে ২৭ বছরের এক যুবক এবং শক্তিমান সিংহ নামে ২২ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দুই যুবকই বিবাহিত। তাঁরা ওই এলাকায় শ্রমিক হিসাবে কাজ করতেন বলে জানতে পেরেছে পুলিশ।

Loading