সোমালিয়া ওয়েব নিউজ: টলিউডের জনপ্রিয় জুটি ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী এবং রচনা ব্যানার্জী । একটা সময় তারা দুজনে মিলে ৩৫ টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন। ইন্ডাস্ট্রিতে ঋতুপর্ণার পর প্রসেনজিতের সঙ্গে রচনার জুটি হয়েছিল সব থেকে বেশি হিট। টলিউডে রচনার কেরিয়ার গড়ে দিয়েছিল প্রসেনজিতের সঙ্গে তার এই জুটির জনপ্রিয়তা।প্রসেনজিৎ-রচনা জুটির জনপ্রিয়তা আজও অটুট রয়েছে দর্শকদের মধ্যে। রচনা অবশ্য এখন আর ছবিতে অভিনয় করেন না। তার কাঁধে এখন দিদি নাম্বার ওয়ানের দায়িত্ব। টলিউডের পর টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও সমান সফল তিনি। তবে বড় পর্দায় প্রসেনজিৎ-রচনাকে এখনও মিস করেন তাদের ভক্তরা।প্রসেনজিতের সঙ্গে টানা বেশ কয়েক বছর একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল রচনার। বুম্বাদার সঙ্গে তার ভাল-মন্দ মিশিয়ে স্মৃতি কিছু কম নেই। প্রসেনজিতের সঙ্গে রচনার ব্যক্তিগত সম্পর্কেও ছিল বেশ ভাল। একবার শাশ্বত চ্যাটার্জীর টক শো অপুর সংসারে প্রসেনজিৎকে নিয়ে মুখ খুলেছিলেন তিনি।প্রসেনজিতের সম্পর্কে অনেক অজানা কথা ফাঁস করে দিয়েছিলেন রচনা। তিনি বলেন টলিউডের পর্দায় দাপুটে হিরো হলেও প্রসেনজিৎ আসলেই নাকি বেজায় ভীতু। বিশেষ করে গাড়িতে যাওয়া নিয়ে ছিল তার খুবই ভয়। প্রসেনজিতের সঙ্গে একসঙ্গে কনসার্ট করতে গিয়ে এটা টের পেয়েছিলেন রচনা।রচনা বলেন প্রসেনজিতের সঙ্গে কোথাও কনসার্ট করতে গেলে হাতে অনেকটা সময় নিয়ে বেরোতে হত। কারণ গাড়ির স্পিড তিনি কোনওভাবেই ৪০-এর উপরে উঠতে দিতেন না। তার এই ভয়ের কারণে ৩ ঘন্টার রাস্তা অতিক্রম করতে ৬ ঘন্টা সময় লাগত। এছাড়া কোথাও অনেক বেশি ভক্ত জমায়েত হয়ে গেলে ভয়ে নাকি লুকিয়ে পড়তেন প্রসেনজিৎ।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল