October 6, 2025

কেউটে সাপকে জুতো বানিয়ে পরছেন এক ব্যক্তি, ভাইরাল ভিডিও

সোমালিয়া ওয়েব নিউজ: সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এক জোড়া জুতা পরা একজন ব্যক্তি, যিনি কেউটের উঁচু ফণার মতো জুতো পরে হাঁটছেন। জুতোজোড়া অবশ্য নেটিজেনদের বিভ্রান্ত করেছে৷ ক্লিপটি টুইটারে শেয়ার করা হয়েছে। জুতো জোড়াকে অত্যন্ত ভাল ভাবে দেখা যাচ্ছে ভিডিওতে। এক নজরে, আপনি মনে করবেন যে জুতো থেকে বেরিয়ে আসছে সত্যিকারের সাপ । ভিডিওটির ৩৯ হাজারের এর বেশি ভিউ এবং কয়েক হাজার কমেন্ট এসেছে৷ এমন অদ্ভুত চেহারার জুতো দেখে মানুষ হতবাক।  ভিডিওটি প্রথমবার দেখার পর তারা কেমন ভয় পেয়েছিলেন, এমন মন্তব্য করেছেন অনেকে। অন্যরা বলেছিল যে জুতোগুলি দেখতে মোটেও চিত্তাকর্ষক ছিল না।অন্যদিকে, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দরজার পাশে রয়েছে কেউটে। এমনই তার অবস্থান যে দরজা খুলে কেউ ঢুকতে গেলে একেবারে কপালে ছোবল মারতে পারে এই ‘সিকিউরিটি’। এই ভিডিওটি এখন তোলপাড় ফেলেছে সোশাল মিডিয়া।এই ভিডিওতে প্রথমে বোঝা যায়নি সাপটি নকল না আসল। কিন্তু পড়ে যখন সাপটি নড়াচড়া শুরু করে, তখনই চক্ষুচড়কগাছ হয় সকলের। ইএরপর যখন ভিডিওটি যিনি করছিলেন তাকেও ছোবল মারতে উদ্যোগী হয় সাপটি। যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা।   

Loading