October 6, 2025

মডেল মেয়েকে নিয়ে মুখ খুললেন টলিউড অভিনেতা যিশু সেনগুপ্ত

সোমালিয়া ওয়েব নিউজ: বয়স মাত্র ১৮। এর মধ্যেই বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন সংস্থার মডেল হলেন যিশু সেনগুপ্তের জ্যেষ্ঠ কন্যা সারা সেনগুপ্ত। মুম্বইয়ের তাজ হোটেলের বিপরীতে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে লম্বা র‍্যাম্প। তাতেই আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটলেন সারা। সামনের অতিথি আসনে বিশ্বের তাবড় সব পোশাকশৌখিনী থেকে অম্বানীর মেয়ে,হবু পুত্রবধূ! বলিউডের নামজাদা সব তারকাই অবশ্য ছিলেন। এই শোয়ের জন্য বাছাই করা ১০০ মডেলের তালিকায় ছিলেন সারা। বাবার পরিচয় নয়, নিজের মেহনতেই এই জায়গাটা পেয়েছেন অষ্টাদশী সারা। টলিতারকা যিশু সেনগুপ্তের কন্যার এই কৃতিত্বে গর্বিত টলিউড। ১৮ ছুঁতে না ছুঁতেই মেয়ের এই সাফল্য। তা-ও পুরোটা নিজের চেষ্টায়। বাবা যিশু সেনগুপ্তের কী অনুভূতি? মুম্বইয়ের ওই জমকালো অনুষ্ঠানের পর নিজের সমাজমাধ্যমের পাতায় একগুচ্ছ ছবি ভাগ করে নেন সারা সেনগুপ্ত। সেখানেই গর্বিত বাবা যিশু সেনগুপ্ত মন্তব্যবাক্সে লেখেন, ‘‘গর্বিত শব্দটাও ছোট আজকের এই দিনটার জন্য।’’ সারার মাসি এবং প্রাক্তন অভিনেত্রী চন্দনা শর্মা লেখেন, ‘‘ভীষণ গর্বিত আমাদের ছোট্ট মেয়েটার জন্য।’’

Loading