October 6, 2025

বাংলার দুই সাংসদ সাংসদ অধীর ও সুকান্ত হলেন ‘সংসদ রত্ন’

সোমালিয়া ওয়েব নিউজ: ‘সংসদ রত্ন’ পুরস্কার তালিকায় এবার বাংলার দুই শীর্ষ নেতা। সংসদ রত্ন পুরস্কারের পালক কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুকুটে। অধীর ও সুকান্ত-সহ আরও ১৩ জন সাংসদকে সংসদ রত্ন পুরস্কার ২০২৩ (Sansad Ratna Award 2023) এর জন্য মনোনীত করা হয়েছে।সংসদের অন্দরে কেমন কাজ করেছেন সাংসদরা। প্রতি বছর তা মূল্যায়ন করে বিশেষ কমিটি। সেখানে সংসদে সাংসদদের উপস্থিতি, বিভিন্ন বিতর্কে অংশ গ্রহণের মতো বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। এই পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হয় ‘সাংসদ রত্ন পুরস্কার’। ২০২৩ সালেও দেওয়া হয়েছে সাংসদ রত্ন পুরস্কার। মোট ১৩ জন সাংসদ ২০২৩ সালে এই পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে ৮ জন লোকসভার সাংসদ ও ৩ জন রাজ্যসভার।পশ্চিমবঙ্গেরও দুজন সাংসদ এই পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শনিবার এক অনুষ্ঠানে বাংলার এই দুই সাংসদ সহ মোট ১৩ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে সুকান্ত পুরস্কার পেয়েছেন ‘প্রথমবারের এমপি’ বিভাগে।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়ালের সভাপতিত্বে এবং ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস কৃষ্ণমূর্তি সহসভাপতিত্বে, বিশিষ্ট সাংসদ ও সমাজের অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত এক জুরি কমিটি এই পুরস্কারপ্রাপকদের মনোনীত করেছে। বাংলা থেকে অধীররঞ্জন চৌধুরী এবং সুকান্ত মজুমদার ছাড়া জুরি মনোনীত সাংসদের মধ্যে রয়েছেন আরো ১৩ জন সাংসদ।

Loading