October 5, 2025

শিকার ধরতে বাঁদরের মতো এক গাছ থেকে অন্য গাছে লাফাচ্ছ চিতাবাঘ

সোমালিয়া ওয়েব নিউজ: শিকার ধরার ব্যাপারে চিতাবাঘ যে সাংঘাতিক ক্ষিপ্র একথা প্রায় সকলেরই জানা। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি চিতাবাঘের শিকার ধরার যে গতি, ক্ষিপ্রতা এবং কায়দা ভাইরাল হয়েছে, সেই ভিডিও দেখে রীতিমতো আঁতকে উঠেছে নেটিজেনরা। ট্যুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, এক গাছ থেকে আর একটি গাছে লাফিয়ে এক বাঁদরের সঙ্গে পাল্লা দিয়েছে একটি চিতাবাঘ। আর শেষ পর্যন্ত ওই বাঁদরটিকে শিকার করে চিতাবাঘটি। প্রাণ ভয়ে এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করলেও শেষ রক্ষা হয়নি। চিতাবাঘের গ্রাস থেকে পালাতে পারেনি বাঁদরটি। কয়েক মুহূর্তেই ধরাশায়ী হয়েছে সে। কিছুদিন আগেও চিতাবাঘের একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই ভাইরাল ভিডিওতে অবশ্য দেখা গিয়েছিল একটি তুষার চিতাকে। পাহাড়চূড়া থেকে শিকারকে তাক করে ধাওয়া করে আসা এবং তারপর বেশ অনেকটা ছুটে সেই শিকারকে ধরাশায়ী করা মোটেই মুখের কথা নয়। তবে এই তুষার চিতা সেই অসাধ্য সাধনই করে দেখিয়েছে। বিগ ক্যাট ফ্যামিলি- র অন্যতম আকর্ষণীয় প্রজাতি হল তুষার চিতা। দেখতেও যেমন রাজকীয় তেমনই তীব্র এদের গতি। ধুরন্ধর শিকারি বললেও কম বলা হয়।

Loading