October 6, 2025

ভারতের প্রথম তারকা মহিলা অভিনেত্রী নিয়ে কিছু কথা

সোমালিয়া ওয়েব নিউজ: ভারতের প্রথম মহিলা তারকা হিসেবেই পরিচিত তিনি। আজ জন্মদিন জনপ্রিয় অভিনেত্রী কানন দেবীর। ১৯১৬ সালের ২২ এপ্রিল তিনি জন্মগ্ৰহন করেন এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে । তবে ছোটবেলায় পরিচারিকার কাজ করে নিজের পেট চালাতে হয়েছিল তাঁকে। সেই সময় ঠিক মতো খাওয়াও জুটতো না।খুব কম বয়সে রতনচন্দ্রের সান্নিধ্য পেয়ে ওই ছোট বয়সে নানা ধরনের বই পড়া এবং গান শোনার অভ্যেসটি তৈরি হয়ে গিয়েছিল কানন দেবীর। গান শুনে মুখে পাউডার লাগিয়ে আয়নার সামনে নাচতেন তিনি। ১৯২৬ সালে ম্যাডান থিয়েটার্সের ‘জয়দেব’ ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। তাঁর পাড়ার এক কাকা তাঁকে এই সুযোগে করে দিয়েছিলেন।তবে অভিনেত্রী হিসেবে কানন দেবী জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন ১৯৪২ সালে। সেই বছরেই মুক্তি পেয়েছিল তাঁর ‘জবাব’ ছবিটি। সেই ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। ছবিটি বক্স অফিসেও যথেষ্ট ভালো ফল করেছিল। এই ছবিতে তিনি‌ নিজের গলায় একটি গান গেয়েছিলেন। গানটির‌ নাম ছিল ‘ইয়ে দুনিয়া হে তুফান মেল’।

Loading