October 5, 2025

নৈতিক চোরে সন্ধ্যান পেতে তদন্ত শুরু করেছে অসম পুলিশ

সোমালিয়া ওয়েব নিউজ: অসমে গাড়ি চুরি হয়ে গেল এক ব্যক্তির। কিন্তু খবর সেটা নয়। চুরির পর চোর যা কাণ্ড করে গিয়েছে, তা নিয়েই এক চর্চা সর্বত্র। অসমের দারাং জেলার মঙ্গলদাই শহরের ওই ব্যক্তির মারুতি বাজাজ চুরি যাওয়ার পর একটি বিশেষ বার্তা দিয়ে যায় চোরেরা। একটি চিঠিতে তারা লেখে, কয়েক দিনের মধ্যেই গাড়িটা ফেরত পেয়ে যাবেন। ততদিন পর্যন্ত ব্যাপারটি নিয়ে শোরগোল না করার পরামর্শ দিয়েছেন ওই চোরেরা।রিপোর্ট থেকে জানা গিয়েছে, আব্দুল আজিজ নামে ব্যক্তির বাড়ি থেকেই গাড়িটি চুরি যায় এবং তারপর তিনি শহরের জনরাম চক থানায় FIR করেন। সবথেকে আশ্চর্যজনক বিষয়টি হল, আব্দুল আজিজের বিছানার পাশ থেকেই গাড়ির চাবি চুরি করে চোরেরা। শুধু তাই নয়। বাড়ি থেকে কিছু নগদ টাকাও চুরি করে নিয়ে যায় চোরেরা।গাড়িটি চুরি করে একটি নোট লিখে রেখে যায় তারা। চোরেরা লেখে, “তিন দিনের মধ্যেই গাড়িটা ফেরত পেয়ে যাবেন। বিষয়টা নিয়ে বেশি হট্টগোল করবেন না। পুলিশকে খবরদার বলতে যাবেন না। আর যদি বলেন, তাহলে গাড়িটা আর ফেরত পাবেন না।” চোরেরা এর থেকেও বেশি আর কিছু লিখেছে কি না, তা জানা যায়নি। তবে রিপোর্ট থেকে নোটের এইটুকু অংশই উদ্ধার করা গিয়েছে। অসম পুলিশ এই মুহূর্তে ওই ‘নৈতিক’ চোরের সন্ধানে রয়েছে।

Loading