October 6, 2025

দুর্গন্ধে ভরা নালায় ভাসছে রাশি রাশি টাকা

সোমালিয়া ওয়েব নিউজ: দুর্গন্ধে ভরা নালায় ভাসছে গুচ্ছ গুচ্ছ টাকা! সেই টাকা নিতে আবর্জনা ভর্তি নালায় নেমে পড়ল এলাকাবাসী!বিহারের সাসারামের মোরাদাবাগ গ্রামে। ভাইরাল ভিডিয়োয় নালায় নেমে বহু মানুষকে টাকা তুলতে দেখা গিয়েছে। ২ হাজার, ৫০০, ১০০ ও ১০ টাকার নোট হাতে নিয়ে তাঁদের অনেককে নালা থেকে উঠে আসতে দেখা গিয়েছে।
স্থানীয়দের দাবি, এদিন সকালে ওই নালায় বস্তা ভর্তি টাকা ভাসতে দেখা যায়। বস্তার একাংশ ছিড়ে যাওয়ায় সেখান থেকে টাকা বেরিয়ে পড়েছিল। বিষয়টি নজরে আসার পরই অনেকে দুর্গন্ধ যুক্ত ওই নালায় ঝাঁপিয়ে পড়েন। শুরু হয়ে যায় টাকা নেওয়ার জন্য হুড়োহুড়ি।কোথা থেকে এল টাকা বস্তা? দুর্গন্ধে ভরা ওই নালায় কে বা কারা সেটি ফেলে দিয়ে যান? খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে প্রশাসন।অন্যদিকে এদিন বেলা গড়াতেই ওই বস্তার মধ্যে নকল টাকা ছিল বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও এই কথা মানতে চাননি টাকা প্রাপকরা। বিষয়টি নিয়ে প্রশাসনের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।“সকাল সকালই গোটা এলাকায় হইচই পড়ে গিয়েছিল। এর ওর মুখে শুনতে পাই, নালায় নাকি ভাসছে কোটি কোটি টাকা। প্রথমটায় ব্যাপারটা বিশ্বাস হয়নি। নিজের চোখে বিষয়টি দেখতে ঘটনাস্থলে ছুটে যাই। সত্যিই নালার মধ্যে গোছা গোছা টাকা ভাসছিল।” ঘটনার বিবরণ দিয়ে জানান এক এলাকাবাসী।

Loading