October 6, 2025

পদ্মাপাড়ে আছড়ে পড়তে চলেছে ‘পাঠান’ ঝড়

সোমালিয়া ওয়েব নিউজ: আবারও টুইটারে ফ্যানদের সঙ্গে কথোপকথন শুরু করেছেন শাহরুখ। প্রসঙ্গ ছিল ‘জওয়ান’ ছবির রিলিজ ডেট। এবছর সেপ্টেম্বর মাসে রিলিজ করতে চলেছে এই ছবি। তবে, তাঁর থেকেও বেশি আনন্দ এখন বাংলাদেশে।পাঠান’ অবশেষে রিলিজ করতে চলেছে বাংলাদেশে। মে মাসের ১২ তারিখ ওপার বাংলায় রিলিজ করতে চলেছে এই সিনেমা। বলাই বাহুল্য, ‘পাঠান’ এদেশে রিলিজ করার পর, বাংলাদেশের শাহরুখ অনুরাগীরা শুধু কলকাতায় এসেছিলেন এই ছবি দেখবেন বলে। আবার কেউ কেউ ছবি না দেখতে পেয়ে আশাহত হয়ে ফিরেও গিয়েছিলেন। এমনকি ‘পাঠান’ রিলিজ নিয়ে অশান্তিও শুরু হয় বাংলাদেশ সিনে দুনিয়ায়। হিন্দি ছবির কারণে বাংলাদেশের নিজস্ব ছবি মার খেতে পারে বলেও বিতর্ক শুরু হয়েছিল।তবে, আর কিছুদিনের অপেক্ষা। মে মাসের ১২ তারিখ এই ছবি রিলিজ করতে চলেছে। তাঁর আগেই বাংলাদেশে ফ্যানদের জন্য বিরাট বার্তা দিলেন কিং খান। কী বলছেন শাহরুখ? টুইটারে এক ভক্ত আনন্দের সুরেই বললেন অবশেষে ‘পাঠান’ বাংলাদেশে। স্যার আপনার কোনও বক্তব্য? শাহরুখ নিজেও আপ্লুত এই ঘটনায়। বললেন, আমি আশা করব তোমরা সকলে দারুণ উপভোগ করবে আর তারপর জওয়ান ছবির জন্য তৈরি হবে।স্বাধীনতার পর থেকে বাংলাদেশে হিন্দি ছবি রিলিজ করেনি। ১৯৭১ সালের পর এই প্রথম, কোনও ভারতীয় ছবি তা-ও আবার ‘পাঠান’ রিলিজ করবে বাংলাদেশে। বাংলাদেশে শাহরুখের ভক্ত সংখ্যা কম নয়। YRF স্পাই থ্রিলারের এই ছবি আবারও এক নজির সৃষ্টি করেছে আন্তর্জাতিক স্তরে।

Loading