October 6, 2025

কিশোর কুমারের বিলাসবহুল বাংলো কিনে ফেললেন বিরাট-অনুষ্কা

সোমালিয়া ওয়েব নিউজ: ভারতীয় ক্রিকেট দলের একজন কিংবদন্তি খেলোয়াড় হলেন বিরাট কোহলি। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ নাকি আকাশছোঁয়া। বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মা, তাদের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৩০০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ একের পর এক বাড়িয়েই চলেছেন তারা। গাড়ি, বাড়ি থেকে রেস্তোরাঁ, কিনেই চলেছেন একের পর এক।কিছুদিন আগেই বিরাট কোহলি কিশোর কুমার এর বিলাসবহুল বাংলো কিনেছেন। মুম্বাইয়ের জুহু বিচের কাছে অবস্থিত এই বাংলো ছিল কিশোর কুমারের বড়ই প্রিয়। রাজপ্রাসাদের মত সেই বাংলো কিনে ফেলে সেখানে নতুন রেস্তোরাঁ খুলে ফেলেছেন বিরাট।
গত বছর কিশোর কুমারের গৌরীগুঞ্জ বাংলোটি ১৯ কোটি টাকা দিয়ে কিনেছিলেন বিরাট কোহলি। তারপর সেটির কিছু পরিবর্তন করে তিনি একটা বিরাট রেস্তোরাঁ খুলে ফেলেছেন যেখানে প্রধানত উত্তর ভারতীয় এবং ভূমধ্যসাগরীয় খাবার দাবার পাওয়া যায়। সম্প্রতি বিরাট কোহলি ইউটিউবে একটি সাক্ষাৎকারে তার নতুন রেস্টুরেন্ট সম্পর্কে মুখ খুলেছিলেন।

Loading