সোমালিয়া ওয়েব নিউজ: মানুষকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলা হয়। মানুষের মধ্যে দয়া, উদারতা এবং সহানুভূতির মতো গুণ রয়েছে। কিন্তু এই মানুষই কখনও কখনও এমন কিছু আচরন করে বসে, যা দেখে ঘৃণা করা ছাড়া আর কোনও উপায় থাকে না। রাস্তার পশুদের উপর অত্যাচার, প্রাণী হত্যা, সবকিছুই যেন দিনের পর দিন বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তিকে কুমিরের উপর অত্যাচার করতে দেখা গিয়েছে। কখনও পা দিয়ে তাকে আঘাত করছে, আবার কখনও ছুরি দিয়ে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু তার পরিনতি কী হল? কুমিরটি এমন কিছু করে বসল, যা সেই ব্যক্তিকে উচিত শিক্ষা দিল।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বনের মাঝে একটি রাস্তা। আর তাতে একটি ছোট কুমির শুয়ে রয়েছে। তখনও একটি লোক সেখানে এসে তার উপর বিভিন্ন অত্যাচার শুরু করে। ওই ব্যক্তি কুমিরের বাচ্চাটিকে মারার উদ্দেশ্যেই তার কাছে যায়। তার হাতে একটি ছুরি রয়েছে। প্রথমে কুমিরটিকে পা দিয়ে ধাক্কা দিয়ে আঘাত করার চেষ্টা করে। কুমিরটিও যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তারপরে যখন কুমিরটি শান্ত হয়ে যায়, তখন ছুরিটি নিয়ে গিয়ে তার মুখে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি। কিন্তু তখনই টের পেয়ে যায় ছোট কুমির। আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির হাতে কামড়ে ধরে। তাতে অনেক সেই ব্যক্তি ভয়ে কিছুটা পিছিয়ে যায়।
ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজ়েনরা। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে এই ভিডিয়ো। অনেক অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “অবলা প্রাণীদের উপর এভাবে অত্য়াচার করার ফল পেয়ে গিয়েছেন।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “ছোট কুমিরটিই এই ব্যক্তিকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন।”
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ