সোমালিয়া ওয়েব নিউজ: হোটেল ইন্ডাস্ট্রিতে নাম লিখিয়েছেন এমন জনপ্রিয় তারকার সংখ্যা কিন্তু প্রচুর। আপনারা নিশ্চয়ই জানেন বলিউডের তাবর তাবর অভিনেতা থেকে শুরু করে ক্রিকেট দুনিয়ার অনেকেরই বিলাসবহুল হোটেল রয়েছে। সেই তালিকায় নতুন নাম জুড়তে চলেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের। মুম্বাইয়ের বান্দ্রাতে এই জনপ্রিয় অভিনেতা খুলতে চলেছেন ক্যাফে-রেস্তরাঁ সমেত বিলাসবহুল হোটেল। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে তার ১৯ তলার হোটেলটির।বহুদিন ধরেই একটি হোটেল খোলার পরিকল্পনা করছিল খান পরিবার। সেই পরিকল্পনা মতই তারা বান্দ্রার বিত্তশালী অঞ্চল কারটার রোডে একটি প্রাসাদ সমান বিল্ডিং কিনে ফেলেন। হোটেলটির প্রথম ধাপের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। ভাইজান এলো বহুদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে খুব তাড়াতাড়ি।
বিশাল আকৃতির উনিশ তলা বিল্ডিং কিনেছেন খান পরিবার। সেখানে ভাইজানের নতুন বিলাসবহুল হোটেলের কাজ চলছে জোরকদমে। এমনকি সালমান খানের স্বপ্নের এই হোটেলটিতে সিলমোহর দিয়ে দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাই হোটেল উদ্বোধন শুধুমাত্র সময়ের অপেক্ষা।
সূত্রের মাধ্যমে জানা গেছে যে, বান্দ্রার যেখানে খান পরিবার বিল্ডিংটি কিনেছে সেটি আগে ছিল একটি আবাসন। প্রথমে সেখানে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন সালমান খান। পরবর্তীকালে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে, গোটা বিল্ডিংটাই ভেঙে নতুন করে পরিকল্পনার মাধ্যমে অ্যাপার্টমেন্ট তৈরি করবে তারা। কিন্তু বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি করার পরিকল্পনা বাতিল করে খান পরিবার। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে ওই ১৯ তলা বিল্ডিংটিতে তৈরি হবে বিলাসবহুল হোটেল। যার জন্য তারা মুম্বাই পুরসভার কাছে আবেদন পর্যন্ত পাঠান। আসলে ওই সম্পত্তির আসল মালিকানা ছিল সালমান খানের মা সালমা খানের।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল