October 6, 2025

করমণ্ডল দুর্ঘটনার অভিশপ্ত বাহানাগায় রেলমন্ত্রী স্থানীয় মানুষের সাথে কথা বললেন

সোমালিয়া ওয়েব নিউজ: দূর্ঘটনার পর থেকে লাইন সংষ্কার অবধি একটানা বসে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেছিলেন নেটিজেনরা। এ বার রেলমন্ত্রী প্রশংসায় ভরিয়ে দিলেন গ্রামবাসীদের৷ এদিন বিকেলে বাহানাগা বাজারে পৌঁছে যান রেলমন্ত্রী। সঙ্গে ছিলেন দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা। এ দিন গ্রামবাসী, অটোচালক, ওষুধের দোকানদার-সহ বিভিন্ন ব্যক্তিদের কাজের প্রশংসা করেন তিনি।
এদিন রেল মন্ত্রী বলেন, ‘দূর্ঘটনার পর থেকে উদ্ধার কাজ অবধি যে ভাবে সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন। যে ভাবে তাঁরা নিজেদের জীবন বাজি রেখে উদ্ধার করেছেন দূর্ঘটনাগ্রস্ত ট্রেন যাত্রীদের, তা অত্যন্ত প্রশংসনীয়৷ এর কোনও তুলনা হয় না। তাই ভারতীয় রেলের পক্ষ থেকে তাঁদের সম্মান জানাতে হাজির হয়েছি’, বলেন খোদ রেলমন্ত্রী।
সেই অ অভিশপ্ত দিনের পর এখন স্টেশন চত্বর স্বাভাবিক হয়েছে। কিন্তু লাইনের দু’ধারে এখনও পড়ে আছে দূর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরাগুলি। এখনও গন্ধ রয়ে গিয়েছে। যদিও সবকিছু ভুলে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে বাহানাগা বাজার৷ কমিশনার অফ রেলওয়ে সেফটি ও সিবিআই এখনও স্টেশন ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে ধীর গতিতে চলছে রেল। রেল মন্ত্রী আশা প্রকাশ করেছেন, শীঘ্রই পরিষেবা স্বাভাবিক হবে৷

Loading