October 6, 2025

এবার এক চিকিৎসককে ডাকলো সিবিআই

সোমালিয়া ওয়েব নিউজ: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় তলব পেয়ে সিবিআই দপ্তরে গেলেন প্রেসিডেন্সি জেলের চিকিৎসক পিকে ঘোষ। সোমবার কলকাতায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে যান তিনি। কুন্তলের লেখা চিঠিতে তদন্তকারী সংস্থা সিবিআই-এর ওপর ‘চাপ দেওয়া’ এবং ‘নির্যাতন করা’র অভিযোগ তোলা হয়েছিল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব¨্যােপাধ্যায়ের নাম বলার জন্য তাঁর উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করারও অভিযোগ তোলেন কুন্তল।প্রেসিডেন্সি জেলে থাকা কুন্তলের এই বক্তব্যের সত্যতা কতখানি, তা যাচাই করতেই জেলের চিকিৎসককে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।সিবিআই সূত্রে খবর, কুন্তল যে নির্যাতনের কথা বলেছেন চিঠিতে, তা যদি হয়ে থাকে তার চিকিৎসা হওয়া দরকার ছিল। সেটা হয়েছিল কি না, তা ওই চিকিৎসকের কাছে জানতে চাইতে পারেন সিবিআই আধিকারিকেরা। এ ছাড়াও কুন্তলের চিকিৎসা এবং হাসপাতালে সুবিধা পাইয়ে দেওয়া সংক্রান্ত বিষয়েও ওই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেই সূত্রের খবর।

Loading